ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাকাবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৫:৫৮, ১১ মে ২০১৫

রাকাবে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার সকালে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে উর্ধতন কর্মকর্তা ও মুখ্য কর্মকর্তা পর্যায়ের ২৯ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কোর্স উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক খান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ ইনস্টিটিটের উর্ধতন অনুষদ সদস্য তালেব আলী, অনুষদ সদস্য মবিনুর রশিদ সরকার, রনজিৎ কুমার সেন ও এসএম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক।
×