ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাব-এর আলোচনা সভা সরকারের ওপর নির্ভরতা কমাতে স্থানীয় আয় বাড়াতে হবে

প্রকাশিত: ০৫:৪৭, ১১ মে ২০১৫

ম্যাব-এর আলোচনা সভা সরকারের ওপর নির্ভরতা কমাতে স্থানীয় আয় বাড়াতে হবে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী হতে হবে। কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরতা কমাতে হবে। এতে ধীরে ধীরে স্থানীয় সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ কমে আসবে। এ লক্ষ্যে স্থানীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব আয় বাড়াতে হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবে মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞ ও আলোচকরা এ সব কথা বলেন।
×