ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিআরটিএ অফিসে অভিযানে ২০ দালাল আটক ৫ জনের জেল জরিমানা

প্রকাশিত: ০৫:৪৭, ১১ মে ২০১৫

বিআরটিএ অফিসে  অভিযানে ২০ দালাল আটক ৫ জনের জেল জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে বিআরটিএ অফিসে এক ম্যাজিস্ট্রেট ছদ্মবেশে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেন। তাদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও বাকিদের আর্থিক জরিমানা করা হয়। কারাদ-প্রাপ্তরা হলেন সাত্তার, আতাহার, হাসান, আবুল বাশার ও নাদিম। তারা বিআরটিএ অফিসের চিহ্নিত দালাল বলে স্বীকার করেন। জানা যায়, রবিবার সকালে বিআরটিএ আদালত ৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন খান গাড়ির মালিক ছদ্মবেশে সেখানে হাজির হন। এ সময় তিনি দেখতে পান বেশ কজন দালাল তার সামনে ঘুরঘুর করছে। তিনি তাদের একজনকে বলেন- গাড়ির ফিটনেস লাইসেন্স পেতে কত সময় আর কত টাকা লাগবে। তখন দালাল তার কাছে দেড় হাজার টাকা দাবি করেন। তারপর তাকে হাতে নাতে ধরা হয়। এভাবে অপর কাউন্টারে গিয়ে ফিটনেস কাজের গ্রাহক সেজে আরেক দালালকে আটক করা হয়। ঘণ্টাখানেকের এ অভিযানে ধরা হয় ২০ দালালকে। তাদের মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও বাকিদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়। এ সময় অন্য দালালরা দৌড়াদৌড়ি করে মুহূর্তেই অফিস ত্যাগ করে। বিকেল পর্যন্ত অফিস ছিল দালালমুক্ত, নিরিবিলি পরিবেশে।
×