ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিউমার শুকাবে ব্যাকটেরিয়ায়

প্রকাশিত: ০৫:৪২, ১১ মে ২০১৫

টিউমার শুকাবে ব্যাকটেরিয়ায়

টিউমার শুকিয়ে ফেলার শক্তিসম্পন্ন ব্যাকটেরিয়ার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষ, ইঁদুর, কুকুরের ওপর এই ব্যাকটেরিয়া কাজ করবে। মাটিতে পাওয়া এ ব্যাকটেরিয়ার আদি প্রকৃতির নাম ক্লোসট্রিডিয়াম নোভি (সি নোভি)। এটি ক্ষেত্রবিশেষে গরু, ভেড়া ও মানুষের সংক্রমণের কারণ হয়ে দাঁড়াতে পারে। অক্সিজেন কম রয়েছে এমন স্থানে দ্রুত বাড়ে সি নোভি। ফলে টিউমারের যেসব কোষে অক্সিজেন কম রয়েছে, সেগুলোকে ধ্বংস করতে পারে এরা যা কেমোথেরাপি বা রেডিয়েশনের মাধ্যমেও অনেক ক্ষেত্রে তা করা সম্ভব হয় না। ইঁদুরের ওপর এ পরীক্ষা চালিয়েও সাফল্যের দেখা পেয়েছেন গবেষকরা। সম্প্রতি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন সাময়িকীতে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত জনস হপকিন্স কিমেল ক্যান্সার সেন্টারের গবেষকরা সি নোভিকে চিকিৎসার কাজে ব্যবহারের জন্য এর বিষ উৎপাদনকারী জিন সরিয়ে ফেলেন। এরপর তারা ১৬ পোষা কুকুরের টিউমারে সরাসরি ইনজেকশনের মাধ্যমে এই ব্যাকটেরিয়াকে ঢুকিয়ে দেন। এর ২১ দিন পর ছয় কুকুরের মধ্যে টিউমার-প্রতিরোধী প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে তিন কুকুরের টিউমার একেবারে সেরে যায়। বাকি তিন কুকুরের টিউমারও প্রায় ৩০ শতাংশ শুকিয়ে আসে। তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়, যেমন জ্বর বা প্রদাহ। এগুলো ব্যাকটেরিয়া সংক্রমণের সাধারণ লক্ষণ। সূত্র: সায়েন্স ডেইলি
×