ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করল রবি আজিয়াটা

প্রকাশিত: ০৫:৪১, ১১ মে ২০১৫

বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করল রবি আজিয়াটা

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় এই সেবাটি রবির আড়াই কোটির বেশি গ্রাহক পাবেন। এই সেবার আওতায় ২৫টির বেশি ওয়েবসাইট ব্রাউজ করার সুযোগ থাকবে। রবিবার এই সেবার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সেবাটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইন্টারনেট ডট ওআরজি ও রবি আজিয়াটা লিমিটেড। বাংলাদেশের জনগণের জন্য ফেসবুকের এই বৈশ্বিক উদ্যোগটি চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট সুবিধাবঞ্চিত। তাদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করছে ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডটওআরজি। বাংলাদেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবাটি পৌঁছাতে প্রকল্পটির সঙ্গে মোবাইল ফোন অপারেটর হিসেবে কার্যক্রম শুরু করল রবি। সরকারী তথ্যাবলী, চাকীির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরী ফোন নম্বর, আবহাওয়া বার্তা ও সংবাদসহ ২৫টির বেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে বিনামূল্যে প্রবেশের সুযোগ প্রদান করবে ইন্টারনেট ডটওআরজি। বিনামূল্যে ইন্টারনেট সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের নাগরিকদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা আজ চালু হলো। ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপে এ উদ্যোগ একটি অন্যতম মাইলফলক হয়ে থাকবে। আমাদের দেশে ইন্টারনেট ডট ওআরজি চালু করার জন্য রবি ও ফেসবুককে আন্তরিক ধন্যবাদ। এ বিষয়ে কোন সন্দেহ নেই যে ফ্রি ইন্টারনেট একটি জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে। ইন্টারনেট ডটওআরজি’র উদ্বোধন উপলক্ষে বলতে গিয়ে রবির চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট ডটওআরজির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ। এর ফলে দেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাবে যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পূর্বশর্ত। সংবাদ সম্মেলনে ইন্টারনেট ডটওআরজি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেসবুকের গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর মারকু মাকেলেইনেন। তিনি বলেন, ‘রবি’র সঙ্গে ইন্টারনেট ডটওআরজির মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ইন্টারনেট সহজলভ্য করতে পেরে আমরা আনন্দিত। এ পদক্ষেপটির মাধ্যমে সাধারণ ইন্টারনেট সেবাগুলো গ্রহণের মাধ্যমে সবাই তাদের জীবনমান উন্নয়নের সুযোগ পাবেন। রবি গ্রাহকরা যদি বিনামূল্যে প্রদান করা সেবাগুলোর বাইরে কোন ওয়েবসাইট ভিজিট করতে বা ভিডিও দেখতে চান তখন সাধারণ ইন্টারেনট চার্জ প্রযোজ্য হবে বলে গ্রাহককে জানানো হবে। কোন ডাটা প্যাক কেনা না থাকলে ইন্টারনেট ডটওআরজি ব্যবহারের সময়ও গ্রাহক তার পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারবেন। যদি ডাটা প্যাক না থাকে এবং গ্রাহক কোন প্যাকেজ না কিনে ভিডিও কন্টেন্ট দেখতে চান তবে পে-পার-ইউজের ভিত্তিতে চার্জ প্রযোজ্য হবে। একমাত্র রবির গ্রাহকরাই ইন্টারনেট ডটওআরজি এ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন। সংবাদ সম্মেলনে রবির চীফ এক্সিকিউটিভ অফিসার সুপুন বীরাসিংহে ও চীফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয় ইন্টারনেট ডটওআরজি হচ্ছে সরকার, মোবাইল ফোন অপারেটর এবং অলাভজনক ও স্থানীয় কমিউনিটির সহায়তায় ইন্টারনেটবঞ্চিত বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের কাছে সেবাটি পৌঁছে দিতে ফেসবুকের গৃহীত একটি পদক্ষেপ। রবি আজিয়াটা লিমিটেড হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকের একটি সম্মিলিত উদ্যোগ। রাজস্বের ভিত্তিতে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা মার্চ ২০১৫ পর্যন্ত প্রায় ২৬ মিলিয়ন। ১১ হাজার ২০০ বিটিএস নিয়ে দেশের শতকরা ৯৯ ভাগ জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০টির বেশি অপারেটরকে সংযুক্ত করেছে। রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআরএস ও ৩ দশমিক ৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে। ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ নামের একটি সেবা চালু করা হয়েছে। এক পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করেছে, মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়। ইন্টারনেট ডট ওআরজি সেবার মাধ্যমে স্বাস্থ্য, খবর, চাকরি ও ই-সরকারী সেবার দুই ডজনের বেশি ওয়েবসাইট বিনা খরচায় ভিজিট করতে পারবেন।
×