ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রক্ষা পেলেন ব্রিটেনের নারী প্যারাশুটার, আটক এক সন্দেহভাজন

প্রকাশিত: ০৭:৩০, ১০ মে ২০১৫

রক্ষা পেলেন ব্রিটেনের নারী প্যারাশুটার, আটক এক সন্দেহভাজন

এক অভিজ্ঞ নারী স্কাইডাইবারকে হত্যার চেষ্টা করেছেন এই অভিযোগে শুক্রবার এক পুুরুষকে আটক করেছে ব্রিটেনের পুলিশ। ব্রিটেনের সলজবেরি প্লেইনে গত মাসে ঘটনাটি ঘটেছে। ওই নারীর প্যারাশুট পুরোপুরি খোলেনি, যে কারণে ৪ হাজার ফুট নিচে নামতে গিয়ে তার শরীরে একাধিক আঘাত লাগে। খবর গার্ডিয়ান অনলাইনের। আঘাতপ্রাপ্ত হলেও ৩৯ বছর বয়সী ওই নারী কোনক্রমে প্রাণে বেঁচে যান। মূল প্যারাশুট না খুললেও রিজার্ভ প্যারাশুটের সহায়তায় তিনি নিচে নেমে আসেন। নিজার্ভ প্যারাশুটও সময়মতো খোলেনি, তবে এটি থাকায় তার অবতরণের গতি কিছুটা মন্থর হয়েছিল। গত মাসের ৫ তারিখে সলজবেরি প্লেইনে ঘটনাটি ঘটে। ব্রিটেনের গোয়েন্দা পুলিশ শুক্রবার এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। সলজবেরির নেভারএভন এয়ারফিল্ডের প্যারাশুট ক্লাবে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৫ বছর বয়সী যে পুরুষকে গ্রেফতার করা হয়েছিল তিনি সেই সময় থেকে জামিনে ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা এখন প্যারাশুট থেকে হারিয়ে যাওয়া সিøঙ্কগুলোর অনুসন্ধান করছেন। আহত নারী স্কাইডাইভার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর এখন বাড়িতে ফিরে গেছেন।
×