ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাকৃবির ভিসিসহ চার কর্মকর্তার প্রতি হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৬:৩০, ১০ মে ২০১৫

বাকৃবির ভিসিসহ  চার কর্মকর্তার প্রতি হাইকোর্টের রুল

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সংরক্ষিত কোটা পূরণ না করে নিয়োগ সম্পন্ন করায় রুল জারি করেছে হাইকোর্ট। মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে ৩০ জন বাদী হয়ে হাইকোর্টে রিট করেন। রিট পিটিশনের শুনানি শেষে গত ৪ মে হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল কামাল চৌধুরী এ আদেশ দেন। এদিকে ওই পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বাধ্যতামূলক থাকা সত্ত্বেও কেন তা পূরণ করা হলো না তা বাকৃবির বিদায়ী ভিসি ড. মোঃ রফিকুল হক, রেজিস্ট্রার মোঃ আবদুল খালেক, ৩য় শ্রেণী কর্মচারী নিয়োগ কমিটির চেয়ারম্যান ড. মোঃ মুহসীন আলী, ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগ কমিটির চেয়ারম্যান ড. মোঃ আবদুল মোমেনের কাছে জানতে চেয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জারিকৃত রুলের উত্তর প্রদানের জন্যও নির্দেশ প্রদান করেছে হাইকোর্ট।
×