ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে সার ব্যবসায়ীর ওপর হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:৩০, ১০ মে ২০১৫

নাটোরে সার ব্যবসায়ীর  ওপর হামলাকারীদের  গ্রেফতারে  আল্টিমেটাম

সংবাদদাতা, নাটোর, ৯ মে ॥ চাঁদা না দেয়ায় নাটোরের গুরুদাসপুরে সার ব্যবসায়ী আব্দুল মজিদকে সন্ত্রাসীরা মারপিট করে জখম করার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা শাখা। শনিবার দুপুরে নাটোর চেম্বার অব কমার্স ভবনে সংবাদ সম্মেলনে সার ব্যবসায়ী আব্দুল মজিদের ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান ব্যবসায়ী নেতারা। অন্যথায় ১১ মে থেকে জেলার সকল সার ডিলালের দোকানপাট বন্ধের পাশাপাশি ১৭ মে থেকে সাত দিনের ধর্মঘট এবং ২৭ মে থেকে গোডাউন থেকে সার উত্তোলন বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ী নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) জেলা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সাদেকুর রহমানসহ জেলার সকল সার ডিলার উপস্থিত ছিলেন।
×