ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীর গ্রামীণ সড়কগুলো খানা খন্দকে ভরা জনদুর্ভোগ

প্রকাশিত: ০৬:২৯, ১০ মে ২০১৫

বাঁশখালীর গ্রামীণ সড়কগুলো খানা খন্দকে ভরা জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৯ মে ॥ গ্রামীণ সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়ায় সাধারণ জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে গ্রামেগঞ্জে অভ্যন্তরীণ সড়কপথ দিয়ে চলাচলকারী স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্ষা এলেই সড়কগুলোতে হাঁটুপানি জমে থাকে। একদিকে বর্ষার প্রবল বর্ষণ অন্যদিকে পাহাড়ী ঢল ও জোয়ার-ভাটার কারণে অভ্যন্তরীণ সড়কগুলো চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে শুষ্ক মৌসুমে গ্রামীণ সড়কগুলো সংস্কার দাবি করছেন সাধারণ জনগণ। দেখা যায়, গ্রামীণ সড়কগুলোর মধ্যে ছনুয়া-পুঁইছড়ি সড়ক, ছনুয়া- শেখেরখীল সড়ক, শেখেরখীল-চাম্বল সড়ক, জলদী-ভাদালিয়া সড়ক, দারোগা বাজার-জালিয়াখালী সড়ক, আস্করিয়া-মিনজিরীতলা সড়ক, আস্করিয়া আবাসিক পল্লী সড়ক, হারুন বাজার-সরল সড়ক, বৈলছড়ি কাথারিয়া সড়ক, চেচুরিয়া-চুনতি বাজার সড়ক, সাধনপুর-প্রেমাশিয়া সড়ক, বাহারছড়া-রতœপুর সড়ক, রমজান আলী চৌধুরী বাড়ী সড়ক, গ-ামারা-বড়ঘোনা সড়ক, পশ্চিম বড়ঘোনা ফজলুর রহমান চৌধুরী সড়ক, কাহারঘোনা বড়ুয়া পাড়া অভ্যন্তরীণ সড়ক, কাহারঘোনা বড়ুয়ার টেক থেকে জালিয়াখালী বাজার সড়ক, ছনুয়া-খুদুকখালী সড়ক, কাদেরিয়া সড়ক, ছোট ছনুয়া সড়ক, জলদী মহাজন পাড়া সড়ক, দারোগা বাজার ভিলেজার পাড়া, জলদী ফরেস্ট অফিস সড়ক এছাড়াও বাঁশখালী পৌরসভার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।
×