ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বাড়ছে গ্রাম থেকে আসা লিচুর কদর

প্রকাশিত: ০৬:২৯, ১০ মে ২০১৫

বরিশালে বাড়ছে গ্রাম থেকে আসা লিচুর কদর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাজারে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের লাল টকটকে রসালো লিচু। যা দেখলেই জিভে জল এসে যায়। কিন্তু এবারই সর্বপ্রথম ফরমালিন আতঙ্ক ওইসব লাল টকটকে লিচুকে পরিহার করেছেন বরিশালের ক্রেতারা। যে কারণে দেখতে লাল টকটকে না হলেও গ্রামাঞ্চল থেকে আসা লিচুর কদর বেড়ে গেছে সর্বত্র। নগরীর বিভিন্ন বাজার ঘুরে লিচু বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে। লিচু ব্যবসায়ীরা জানান, গ্রামাঞ্চলের লিচু গাছ থেকে পেড়ে ৫০টি করে আঁটি বেঁধে বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। বর্তমানে গ্রামাঞ্চলের লিচুর কদর বেড়ে যাওয়ায় এক শ’ লিচু ২ থেকে আড়াই শ’ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ফরমালিন দিয়ে রং বৃদ্ধি ও পাকানোর আতঙ্কে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লাল টকটকে রসালো লিচু ছুঁয়েও দেখছেন না ক্রেতারা। ব্যবসায়ীরা আরও জানান, জেলার দশটি উপজেলায় ছড়িয়ে-ছিটিয়ে অসংখ্য লিচুগাছ রয়েছে। অধিকাংশ লিচুগাছে গত ২-৩ বছরের তুলনায় এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। রোদের তাপ ও খুব বেশি বৃষ্টি না হওয়ায় এবার লিচুর মুকুল খুব একটা ঝরেনি। রুবেল নামের সরিকল বাজারের লিচু ব্যবসায়ী জানান, তিনি বাবুগঞ্জের আগরপুর এলাকায় দশটি লিচুগাছের ফল ক্রয় করেছেন। গ্রামাঞ্চলের ওইসব লিচুগাছে বাদুড় ও কাকের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে তিনি লোক দিয়ে পাহারা বসিয়েছেন। এ ছাড়াও বাঁশ কিংবা টিনের তৈরি বিশেষ বাজনা বাজিয়ে উচ্চৈঃস্বরে শব্দ করে তাড়ানো হচ্ছে কাক ও বাদুড়। রাতের বেলায় লিচুগাছে জ্বালিয়ে দেয়া হচ্ছে বৈদ্যুতিক বাতি।
×