ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গানের মানুষ শিহাব রিপন

প্রকাশিত: ০৬:২৭, ১০ মে ২০১৫

গানের মানুষ শিহাব রিপন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে যে কয়েকজন মানুষ সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অন্যতম শিহাব রিপন । তিনি ব্যস্ত সময় পার করছেন অডিও এ্যালবাম ও চলচ্চিত্র দু মাধ্যমেই। তার অডিও ব্যস্ততার কথা বলতে গিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখে লেজার ভিশনের ব্যানারে রিলিজ হয়েছে সাদিয়ার সলো এ্যালবাম। এছাড়া তারকা সঙ্গীতশিল্পী বহুল মিশ্র এ্যালবামও প্রকাশ পেয়েছে। এ্যালবামের পাশাপাশি গত মাসে এসেছে তার সঙ্গীত পরিচালনায় তিনটি গানের মিউজিক ভিডিও। বর্তমান সময়ে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় শিল্পীদের সলো ও মিশ্র এ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি তিনি কয়েকটি চলচ্চিত্রের গানের কাজে হাত দিয়েছেন। নাটকের আবহ সঙ্গীত ও টাইটেল গানের ব্যস্ততাও তার বেশ। বর্তমান সময়ে সফল সঙ্গীত পরিচালক শিহাব রিপন বলেন, আমার গানের শুরুটা খুব ছোট বেলা থেকেই। তবে ছোট বেলা থেকে আমি সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলাম। কিন্তু এসএসসি পরীক্ষার পর আমি ব্যান্ড গঠন করে কির্বোড বাজানো শুরু করি। এরপর কিবোর্ডিস্ট হিসেবে বাংলাদেশের জনপ্রিয় অনেক ব্যান্ড ও অনেক সঙ্গীত শিল্পীর সঙ্গে কির্বোড বাজিয়েছি। পাশাপাশি মনে পুষেছি একজন সফল সঙ্গীত পরিচালক হওয়াার স্বপ্ন। আমার সঙ্গীত পরিচালনায় অডিও এ্যালবাম এবং চলচ্চিত্রে আমাদের দেশের অনেকে সঙ্গীতশিল্পীই গান করেছেন। ভবিষ্যতে আপনি গান গাইবেন কিনা,এ বিষয়ে তিনি বলেন, আমি ইতোমধ্যে তিনটি এ্যালবামে গান গেয়েছি। পাশাপাশি আমার প্রথম সলো এ্যালবামের কাজ করছি। সেমি ক্ল্যাসিক্যাল ও সুফিয়ানা ঘরানার গান তার খুব পছন্দ। ভবিষ্যত অডিও ও সিনেমার দু’মাধ্যমেই মনোনিবেশ করতে চান তিনি। বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন,গুণী ওস্তাদের নিয়ে গানের এ্যালবাম করতে চাই। সারা জীবন বাংলা গানের সাথে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি আমার সঙ্গীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবে।
×