ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৩২, ৯ মে ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : বাংলা ১. নৌকাডুবি রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? ক) কাব্যগ্রন্থ খ) গল্পগ্রন্থ গ) উপন্যাস ঘ) প্রহসন ২.‘রামগরুড়ের ছানা’-কথাটির অর্থ কি? ক) কাল্পনিক জন্তু খ) গোমড়ামুখো লোক গ) মুরগি ঘ) পুরানাণোক্ত পাখি ৩. মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ! ক) উচ্ছ্বাস প্রকাশে খ) স্বীকৃতি প্রকাশে গ) সম্মতি প্রকাশে ঘ) অনুমোদন বাচকতায় ৪. ঋ-কার ও র-এর পর সাধারণত কী হয়? ক) স খ) ষ গ) ণ ঘ) ন ৫. ‘আনি’ প্রত্যয় যোগে স্ত্রী বাচক শব্দ কোনটি? ক. বাঙালিনী খ. বাঘিনী গ) ঠাকুরানী ঘ) কুমারণী ৬. ‘ন্যাকামিটা এখন রাখ’ এটি কোন ধরনের নির্দেশক? ক) অনির্দিষ্টতা খ) নির্দিষ্টতা গ) অনির্দেশক ঘ) নিরর্থক নির্দেশক ৭. অব্যয় কত প্রকার? ক) চার প্রকার খ) তিন প্রকার গ) পাঁচ প্রকার ঘ) দুই প্রকার ৮. কোনটি অনুজ্ঞা? ক) তুমি গিয়েছিলে খ) তুমি যাও গ) তুমি যাচ্ছিলে ঘ) তুমি যাচ্ছ ৯.‘ দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কি? ক) দুল্ +না খ) দোল্ +না গ) দোলন্ + আ ঘ) দোল্ +না ১০. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? ক) বিপরীত খ) নিকৃষ্ট গ) বিকৃত ঘ) অভাবে ১১. প্রাচীনকালের ভারতের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী কে? ক) পানিণি খ) দেলিংগুয়ান গ) মার্কস ঘ) শ্রী রাম ১২. ‘স্বাধীনতা’-এর সন্ধি বিচ্ছেদ ক. সু + অধিনতা খ) শ +অধিনতা গ) স+ অধিনতা ঘ) স্ব+অধিনতা ১৩.বেসুরে হারমনিয়াম নিয়ে এসে কে গান শুরু করেছিল? ক) জহীর খ) হাবিবুল্লাহ গ) মকসুদ ঘ) মোদাব্বের ১৪. বাংলা ভাষায় মোট কয়টি মৌলিক স্বরধ্বনি আছে? ক) ৭টি খ) ৯টি গ) ৫টি ঘ) ১০টি ১৫. ‘সাহিত্য খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত? ক) রাখালী পত্রিকায় খ) ধূমকেতু পত্রিকায় গ) সবুজ পত্রিকায় ঘ) প্রবন্ধ সংগ্রহে ১৬. কোনটি মিশ্র শব্দ? ক) কৃষ্টি-কালচার খ) হালাল-হারাম গ) নামাজ-রোজা ঘ) ধান-কুলো ১৭. কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি উৎসর্গ করেন? ক) রক্তকরবী খ) বিসর্জন গ) বসন্ত ঘ) ডাকঘর ১৮. কোনপত্রে সংযুক্তি আবশ্যক? ক) চাকরির দরখাস্তে খ) প্রশাংসাপত্রে গ) মানপত্রে ঘ) নিমন্ত্রণপত্রে ১৯.“গধহ ঊফঁপধঃরড়হ”-এর সঠিক পরিভাষা কোনটি? ক) আধুনিক শিক্ষা খ) গণশিক্ষা গ) প্রাথমিক শিক্ষা ঘ) সর্বস্তরে শিক্ষা ২০. ‘পদ্মা ভাগীরথীর মতো খরস্রোত যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে।” ক) বই কেনা খ) জীবন বন্ধনা গ) যৌবনের গান ঘ) বিলাসী ২১.‘বিলাসী’ গল্পে কোন লেখকের নাম উল্লেখ আছে ক) ভূদেবচন্দ্র বন্দ্যোপাধ্যায় খ) ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় গ) মৌহিত লাল মজুমদার ঘ) কাজী নজরুল ইসলাম ২২.‘কবর’ কবিতায় উল্লেখ রয়েছে ক) ঘুঘু খ) জোনাকি গ) ঝিঁঝি ঘ) সবগুলো ২৩. স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলনের কথা কে বলেছেন? ক) সুফিয়া কামাল খ) বেগম রোকেয়া গ) সেলিনা হোসেন ঘ) কেউ নয় ২৪. “হৈমন্তী” গল্পের নায়ক কি পাশ? ক) বি.এ খ) এম.এ গ) আই.এ ঘ) এফ. এ ২৫. ‘ঐব রিষষ নবপড়সব ধ মড়ড়ফ ঢ়ষধুবৎ’-এর বঙ্গানুবাদ ক) সে ভাল খেলবে খ) সে ভালো খেলোয়াড় তৈরি করবে গ) সে ভালো খেলোয়াড় হবে ঘ) সে একজন ভালো খেলোয়াড় উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ক ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.গ ২১.খ ২২.ঘ ২৩.খ ২৪.ঘ ২৫.গ
×