ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল মামা নোবেল

প্রকাশিত: ০৭:২৬, ৯ মে ২০১৫

ডিজিটাল মামা নোবেল

স্টাফ রিপোর্টার ॥ রবির ইন্টারনেট প্যাকেজের নতুন তিনটি অফারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন নোবেল। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দর্শক সমাদৃত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিটিভিসহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আগামীকাল রবিবার থেকে তিনটি বিজ্ঞাপনই একে একে প্রচারে আসবে বলে জানান আদিল হোসেন নোবেল। নোবেল নিজেই ‘রবি’র ‘সেলস এ্যা- মার্কেটিং’ ডিপার্টমেন্টে ‘হেড অব এন্টারপ্রাইজ বিজনেস’ হিসেবে কর্মরত। যেখানে চাকরি করা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে নোবেল বলেন, শুরুতে যখন রবির মার্কেটিংয়ের সবাই আমাকেই মডেল হিসেবে কাজ করতে উৎসাহ দেন, তখন ভাবলাম আদৌ করা ঠিক হবে কিনা। পরে যখন ভেবে দেখলাম যেহেতু আমি এখানে চাকরি করছি, তাই আমারই উচিত প্যাকেজগুলো সম্পর্কে যথাযথভাবে গ্রাহকদের কাছে তথ্য পৌঁছানো। ফারুকীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। তার সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। নোবেল জানান, বিজ্ঞাপনটিতে তাকে ‘ডিজিটাল মামা’ হিসেবে দেখা যাবে। এর আগে এই ধরনের বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি। এদিকে নোবেল সর্বশেষ কনকা টেলিভিশনের মডেল হয়ে কাজ করেছেন কয়েকমাস আগে। সর্বশেষ তিনি নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় ‘তারপর নদী’ নাটকে কাজ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সজল ও মিলা হোসেন। এটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
×