ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোক্ষম জবাব দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ০৬:৫৮, ৯ মে ২০১৫

মোক্ষম জবাব দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪১৩ রানে থেমেছে ওয়ালটন মধ্যাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) চারদিনের ম্যাচে প্রথমদিন ৭ উইকেটে ২৪৮ রান তুলেছিল তারা। কিন্তু প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ল মধ্যাঞ্চল মূলত টেলএন্ডে মোশাররফ হোসেন ও ইলিয়াস সানির জোড়া হাফসেঞ্চুরির সুবাদে। তবে জবাবটা ভালই দিচ্ছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ফতুল্লায় দ্বিতীয় দিনশেষে বিনা উইকেটে ১২৫ রান তুলেছে তারা। এখনও অবশ্য ২৮৮ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণাঞ্চল। মোশাররফ ও সানির জোড়া অর্ধশতক দারুণ এক অবস্থানে পৌঁছে দেয় মধ্যাঞ্চলকে। ৭ উইকেটে ২৪৮ থেকে ৪১৩ পর্যন্ত যাওয়ার পেছনে মোশাররফের ১৩৫ বলে ১৪ চার ও ১ ছক্কায় ৮৯ এবং ইলিয়াসের ১২৬ বলে ৭ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৮ রান বড় ভূমিকা রেখেছে। মুস্তাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নিয়েছেন। দক্ষিণাঞ্চল ব্যাটিংয়ে নেমে দাঁতভাঙ্গা জবাবই দিচ্ছে। ১২৫ রান তুলেছে তারা কোন উইকেট না হারিয়ে। দারুণ ব্যাটিং করছেন দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও এনামুল হক বিজয়। দু’জনই অর্ধশতক পেয়ে গেছেন। নাফীস ১১৬ বলে ৭ চারে ৫৯ এবং এনামুল ১১৮ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রানে অপরাজিত আছেন।
×