ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উজ্জীবিত কলকাতার প্রতিপক্ষ আজ পাঞ্জাব

প্রকাশিত: ০৬:৫২, ৯ মে ২০১৫

উজ্জীবিত কলকাতার প্রতিপক্ষ আজ পাঞ্জাব

স্পোর্টস রিপোর্টার ॥ একদিকে টানা তিন জয়ে শেষ চারের রেসে তৃতীয় স্থানে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্স, অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব। ‘লেথুর’ পাঞ্জাবকে মোকাবেলায় আজ ‘উজ্জীবিত’ গৌতম গাম্ভীরের দল! আইপিএলে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে দিল্লী ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ পঞ্চম ও জেপি ডুমিনির নেতৃত্বাধীন দিল্লী আছে সপ্তম স্থানে। ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। ১১ খেলায় ৬ জয় ও ১ ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে কলকাতার সঞ্চয় ১৩ পয়েন্ট। শুরুতে এলোমেলো খেললেও টুর্নামেন্টের এ পর্যায়ে বেশ গুছিয়ে উঠেছে বলিউড বস্ শাহরুখ খানের মালিকানাধীন নাইট শিবির। নিজেদের শেষ ম্যাচে দিল্লীকে ১৩ রানে হারায় গাম্ভীরের দল। ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং নেয়া কলকাতাতে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ইউসুফ পাঠান (২৪ বলে ৪২)-মানিষ পান্ডেরা (১৯ বলে ২২)। এরপর ৬ উইকেটে প্রতিপক্ষকে থামিয়ে রাখে তারা। ব্যাট হাতে ১৯ বলে ২২ রানের দারুণ ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে কলকাতার জয়ের নায়ক পীযূষ চাওলা। সুনিল নারাইন এদিন ফিরলেও উইকেট পাননি। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে দলটির বাংলাদেশী অলরাউন্ডারও নেই। এই অবস্থায় একেক দিন কলকাতাকে সাফল্য এনে দিচ্ছেন একেক জন। তবে ধারাবাহিক ভাল করছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা আন্দ্রে রাসেল। ফর্মে ফিরেছেন ইউসুফ পাঠান। তার আগের ম্যাচে শক্তিধর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটে উড়িয়ে দেয় গাম্ভীর বাহিনী। এমনকি লীগ পর্বের প্রথম দেখায় এই পাঞ্জাবকে পাত্তা দেয়নি তারা। তুলে নিয়েছিল ৪ উইকেটের জয়। ২ উইকেট নেয়ার পর ৩৬ বলে ৬৬ রানের ড্যাশিং ইনিংস খেলে সেদিন জয়ের নায়ক ছিলেন রাসেল। সুতরাং আজ ঘরের মাঠ ইডেনে নিশ্চিত এগিয়ে থাকবে কলকাতা। ১০ ম্যাচে ২টি মাত্র জয়, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাঞ্জাবের অবশ্য হারানোর কিছু নেই। মরণ কামড় দিতে চাইবে জর্জ বেইলির দল। আছে ডেভিড মিলার, মিচেল জনসন, থিসরারা পেরেরা, ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটার। অপর ম্যাচে লড়াই হতে পারে সেয়ানে সেয়ানে। ১০ খেলায় ৫ জয় হায়দরাবাদের। ডেভিড ওয়ার্নার সঙ্গে পাচ্ছেন ডেল স্টেইন, ইয়ান মরগান, রবি বোপারা, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ানের মতো পারফর্মার। কম যাবেন না ভুবনেশ্বর কুমার-প্রবীণ কুমাররা। ১১ খেলায় জয়ে সপ্তম স্থানে দিল্লী। শেষ ম্যাচে মুম্বাইর কাছে ৫ উইকেটে হারে জেপি ডুমিনিরা। দলটিতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের ছড়াছড়ি। আছে কুইন্টন ডিকক ইমরান তাহির। স্থানীয়দের মধ্যে যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়াল, অমিত মিশ্র বড় নাম।
×