ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিগব্যাশে সাঙ্গাকারা

প্রকাশিত: ০৬:০৫, ৮ মে ২০১৫

বিগব্যাশে সাঙ্গাকারা

স্পোর্টস রিপোর্টার ॥ এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরই ওয়ানডে ক্যারিয়ারে ইতি টেনেছেন। তবে বিশ্বকাপে বিস্ময়কর উজ্জ্বলতা ছিল শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার ব্যাটে। টানা চারটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। সে কারণেই এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি২০ আসর বিগব্যাশ তাঁকে ডেকে নিল। সাঙ্গাকারা হোবার্ট হ্যারিকেনসে যোগ দিয়েছেন। আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে তাঁর ক্লাবটির সঙ্গে। গত মৌসুমে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল হ্যারিকেনস। সে কারণে এবার বিদেশী ক্রিকেটার দলে ভেড়ানোর দিকে এখন থেকেই মনোযোগী হয়েছে তারা। ২০১৫-১৬ মৌসুমের বিগব্যাশের জন্য আগেই তারা দলে ভিড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন সামিকে। এবার সাঙ্গাকারাকেও দলে নেয়া নিশ্চিত করল দলটি। সাঙ্গাকারা একাধারে নিয়মিতভাবেই নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দীর্ঘদিন খেলেছেন শ্রীলঙ্কার হয়ে। তাঁকে দলে নেয়ার বিষয়ে হ্যারিকেনস কোচ ড্যামিয়েন রাইট বলেন, ‘শুধু হোবার্ট হ্যারিকেনসের জন্যই নয়, বরং কুমারের সঙ্গে চুক্তিটা সর্বোপরি বিগব্যাশের জন্য বিশাল একটা ব্যাপার। এতে কোন সন্দেহ নেই যে এটা বিগব্যাশ লীগ ১৫-এর জন্য সবচেয়ে আকর্ষণীয় চুক্তি। কুমার শুধু চরম মেধাবী একজন ব্যাটসম্যানই না, পাশাপাশি খুব ভাল একজন নেতা। আর এটাই বেশ চমৎকার বিষয়। ড্যারেন সামি ও সাঙ্গাকারা উভয়েই এবার আমাদের ক্লাবে যোগ দিয়েছেন। আশা করছি ভক্তরা চমৎকার কিছু পাবেন তাঁদের কাছ থেকে।’ সাঙ্গাকারা সব মিলিয়ে ৪০৪ ওয়ানডে, ১৩০ টেস্ট ও ৫৬ টি২০ খেলেছেন। সাঙ্গাকারা নিজেও বিগব্যাশে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত। বিশেষ করে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পেরে দারুণ খুশি সাঙ্গাকারা বলেন, ‘বিগব্যাশ লীগ সত্যিকারের একটা মজা, আকর্ষণীয়, পরিবারবান্ধব আসর। এখানকার ক্রিকেটের পর্যায়টা অনেক উচ্চমানের। বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটার এখানে যুক্ত থাকেন এবং আমিও এখন এখানকার চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছি। শ্রীলঙ্কা দলের সঙ্গে যখনই আমি অস্ট্রেলিয়া এসেছি হোবার্টে ঘুরতে দারুণ উপভোগ করেছি। এখানকার মানুষ খুব বন্ধুবৎসল। এখানকার প্রাকৃতিক পরিবেশও সুন্দর এবং আশা করছি এবার অনেক বেশি সময় আমি সেখানে কাটাতে পারব।’ সাঙ্গাকারা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ক্লাবে খেলেছেন। কাউন্টি ক্রিকেটে তিনি নিয়মিতই খেলেন।
×