ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু তন্ময় হত্যা

ভাড়াটিয়া জহিরুলের ফাঁসি

প্রকাশিত: ০৫:৫৮, ৮ মে ২০১৫

ভাড়াটিয়া জহিরুলের ফাঁসি

কোর্ট রিপোর্টার ॥ সাত বছরের শিশু তন্ময় হত্যা মামলায় মোঃ জহিরুল ইসলাম (২৭) নামে এক আসামির মৃত্যুদ-ের রায় দিয়েছে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির ১ লাখ টাকা জরিমানাও হয়েছে। রায় দান উপলক্ষে আসামি জহিরুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দ-িত ব্যক্তি ভোলা জেলার ৭ নং ওয়ার্ডের উত্তর বালিয়া গ্রামের মোশারফ হোসেন শরিফের ছেলে। শিশু তন্ময়দের বাড়িতে ভাড়া থাকত সে। ২০১২ সালের ২৬ মার্চ দারুসসালাম থানাধীন দারুস সালাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তন্ময়কে অপহরণ করে জহিরুল। পরদিন মোবাইল ফোনে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে। এই ফোনের সূত্র ধরে জহিরুলকে আটক করে পুলিশ এবং তার দেখানো মতে বাসার (জহিরুলের) একটি কক্ষ থেকে ট্রাভেল ব্যাগে ভরে রাখা তন্ময়ের লাশ উদ্ধার করে। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ আজ ঘোষণা বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জনকন্ঠকে বলেন, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করতে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এদিন বর্তমান কমিটির কর্মকা- ও আগামী দিনের করণীয় সম্পর্কেও সবাইকে জানানো হবে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। এই সময়ের মধ্যে অসংখ্যবার কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি উঠেছে।
×