ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

প্রকাশিত: ০৪:২৩, ৮ মে ২০১৫

প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ইন্টারএ্যাকটিভ ডাটা সলিউশন সম্পাদিত লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্পের তৃতীয়-চতুর্থ ব্যাচের সমাপনী, সনদপত্র প্রদান এবং পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের উদ্বোধনী উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঈনুদ্দিন হোসেন ও মনিরুজ্জামান কুটি, শাকিল রায়হান, আতিয়ার রহমান ও আনিসুর রহমান মোল্লা। নারীর সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ মে ॥ নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত এ প্রশিক্ষণের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, জাহাঙ্গীর হোসেন ও গোলাম মোস্তফা। অটিস্টিক শিশুদের নিয়ে সেমিনার নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ মে ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অটিস্টিক শিশুদের ভাষা বৈকল্যের স্বরূপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজর্ডার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাকিম আরিফ। গণিত উৎসব নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ মে ॥ ‘গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিক্ষার ভিত মজবুত ও দৃঢ় করতে বৃহস্পতিবার সাপাহার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ আলহেলাল ইসলামী একাডেমী স্কুলে গণিত উৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই গণিত উৎসব এদিন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
×