ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১০, ৭ মে ২০১৫

পঞ্চম শ্রেণির পড়াশোনা

শিক্ষার্থী বন্ধুরা আজ অধ্যায় ৯ থেকে কিছু সংক্ষেপে উত্তর দাও বিষয়ে আলোচনা করব। সমাপনী পরীক্ষার পর প্রত্যেকটির মান থাকবে ১ নম্বর করে। অধ্যায় ৯ আমাদের জীবনে প্রযুক্তি ১। প্রযুক্তি কি? উঃ বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবনই হলো প্রযুক্তি। ২। গত একশ’ বছরে দ্রুত বিকাশ লাভ করেছে কোন কোন প্রযুক্তি? উঃ গত একশ’ বছরে দ্রুত বিকাশ লাভ করেছে যেসব প্রযুক্তি তার মধ্যে রেডিও, টেলিভিশন, টেলিফোন, কম্পিউটার, চিকিৎসা যন্ত্র, অভিনব কৃষি যন্ত্র এবং গবেষণাযন্ত্র উল্লেখযোগ্য। ৩। উদ্ভাবনের উৎস কী? উঃ সমস্যা সমাধান এবং পরিবেশেকে নিয়ন্ত্রণের জন্য প্রেরণা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাই বলা যায় প্রয়োজনবোধ হলো উদ্ভাবনের উৎস। ৪। বিজ্ঞানের ভিত্তি কী? উঃ বিজ্ঞানের ভিত্তি হল অনুসন্ধিৎসা অর্থাৎ জানার ইচ্ছা। ৫। কোন সময় বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক গভীর হয়? উঃ দীর্ঘ সময় ধরে বিজ্ঞানের অগ্রগতির ফলে প্রকৃতির নিয়মগুলো যখন বিজ্ঞানীরা গভীরভাবে জানতে পারেন তখন বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক গভীরতর হয়। ৬। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের কাজের লক্ষ্য কী? উঃ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ ভিন্ন লক্ষ্যে কাজ করেন। একজন প্রকৃতির নিয়ম আবিষ্কার করেন; অন্যজন এই নিয়ম প্রয়োগ করে যন্ত্র উদ্ভাবন করেন ও বাস্তব সমস্যার সামাধান করেন? ৭। প্রযুক্তির উদ্ভাবনকে উৎসাহিত করছে কে? উঃ প্রয়োজনবোধ ও সমস্যা সমাধানের ইচ্ছা প্রযুক্তির উদ্ভাবনকে উৎসাহিত করেছে। ৮। কৃষি বিপ্লব কাকে বলে? উঃ বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা নতুন সব কৃষি যন্ত্রের উদ্ভাবন এবং কৃষিকাজের যান্ত্রিকীকরণ করেছেন ফলে কৃষির ব্যাপক অগ্রগতি ঘটেছে যাকে বলা হয় কৃষি বিপ্লব। ৯। বিজ্ঞানের মূল লক্ষ্য কী? উঃ বিজ্ঞানের মূল লক্ষ্য হলো প্রকৃতির ঘটনায় মিল ও যৌন্দর্যের অনুসন্ধান। ১০। প্রযুক্তির ১টি অপব্যবহার লিখ। উঃ গাড়ি থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া যা পরিবেশকে দূষিত করে। ১১। ১৭০০ সালে কৃষিকাজে সাধারণত কোন কোন হাতিয়ার ব্যবহৃত হত? উঃ ১৭০০ সালে কৃষিকাজের প্রাণী ও মানুষের পেশিশক্তি ব্যবহারের পাশাপাশি আরও ব্যবহৃত হাতিয়ার ছিল লাঙন, কোদাল, কাস্তে ও সরল কিছু যন্ত্র। ১২। কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম লিখ। উঃ কয়েকটি আধুনিক প্রযুক্তির নাম হল: কম্পিউটার, এক্সরে মেশিন, ইসিজি, অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদি। ১৩। কোন নিয়মের ভিত্তিতে প্রযুক্তিবিদরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছেন? উঃ পৃথিবীর ঘূর্ণন গতি এবং পৃথিবী ও মহাকাশের অন্যান্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার উপর ভিত্তি করে প্রযুক্তিবিদরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছেন।
×