ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ থেকে শেখার আছে’

প্রকাশিত: ০৬:৪২, ৭ মে ২০১৫

‘বাংলাদেশ থেকে শেখার আছে’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে টানা তিন ওয়ানডেতে হার। এরপর টি২০ ম্যাচেও হেরেছে পাকিস্তান। প্রথম টেস্টেও করেছে ড্র। এমন অবস্থায় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেই চলেছেন। বার বার বলছেন, ‘বাংলাদেশ থেকে শেখা উচিত পাকিস্তানের।’ বুধবার যখন মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট চলছে, এমন সময় পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান হাজির। এর আগেই বিমানবন্দরে পিসিবি চেয়ারম্যান বলে দিয়েছেন, ‘বাংলাদেশ থেকে শেখার আছে।’ বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট দেখতে বুধবার ঢাকা পৌঁছেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করেন তিনি। বলেন, ‘বাংলাদেশ খুব ভাল ক্রিকেট খেলছে। তাদের কাছ থেকে শেখার আছে।’ আগে জানা গিয়েছিল নিজ দলকে প্রেরণা দিতে ঢাকা এসেছেন শাহরিয়ার খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। পরবর্তী সিরিজগুলো নিয়ে আলোচনা করবেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দুই দেশের ক্রিকেটের সম্পর্কের উন্নয়ন হবে। আমি আশা করব, বাংলাদেশর ক্রিকেট দলও পাকিস্তান সফরে যাবে।’ আগেই পাকিস্তানে যাওয়ার কথা নিশ্চিত হয়ে আছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। জিম্বাবুইয়ে পাকিস্তানের যাওয়াতে এখন দেশের মাটিতে পাকিস্তানের আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা জেগে গেছে। ধীরে ধীরে পাকিস্তানের মাটিতে বড় দেশগুলোর যাওয়ার সম্ভাবনাও বেড়ে যবে। তাতে পাকিস্তানের ক্রিকেট আবার জেগে উঠবে। তবে আপাতত যে পাকিস্তান ক্রিকেট ঝিমিয়ে পড়েছে, তাতে সমালোচনা শুনতে হচ্ছে। ইমরান খান, মোহাম্মদ ইউসুফ, রমিজ রাজা, রশিদ লতিফ; এমনকি ওয়াসিম আকরামের মতো সাবেক ক্রিকেটাররাও বলছেন, ‘বাংলাদেশ থেকে শিক্ষা নেয়া উচিত। গত ৫/৬ বছর ধরে যেভাবে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে গেছে, সেই তুলনায় পাকিস্তান ক্রিকেট এগিয়ে যেতে পারেনি। বোর্ডের কর্মকর্তারাই এর জন্য দায়ী। এখনও সময় আছে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার।’ শাহরিয়ার খান সেই এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবেই ঢাকায় এসেছেন। দলকে প্রেরণা দিতে আসার সঙ্গে একটি কাজও হয়ত করবেন পিসিবি চেয়ারম্যান। সেটি কী? শোনা যাচ্ছে, প্রধান কোচ ওয়াকার ইউনুসকে ছাঁটাই করবেন। এর বাইরে দ্বিতীয় টেস্ট দেখবেন আর একের পর এক ক্রিকেটারের নামে লাল দাগ লাগাতে থাকবেন। যাদের দিয়ে একেবারেই চলে না, তাদের বাদ দিতেও এসেছেন শাহরিয়ার। এখন দেখা যাক, এরপরও পাকিস্তান ক্রিকেট জেগে উঠতে পারে কি না।
×