ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজাহিদের আপীলের শুনানি অব্যাহত

প্রকাশিত: ০৬:৩০, ৭ মে ২০১৫

মুজাহিদের আপীলের শুনানি অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের করা আপীল আবেদনের ওপর শুনানি চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। মামলার কার্যক্রম ১১ মে সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। বেঞ্চে অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ২৯ মে এ আপীল শুনানি শুরু হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে শুনানি করেছেন এ্যাডভোকেট এসএম শাহজাহান, তাকে সহযোগিতা করেন শিশির মুহাম্মদ মুনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত এ্যাটর্র্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। বুধবার মুজাহিদের মামলায় দ- থেকে খালাস চেয়ে করা আপীলের ওপর শুনানিতে সাক্ষীদের জবানবন্দী ও রায়ের অংশ পাঠ করেছেন এ্যাডভোকেট এসএম শাহজাহান। তিনি প্রসিকিউশনের সর্বশেষ সাক্ষী ও মামলার (আইও) তদন্ত কর্মকর্তার জবানবন্দীর অংশ এবং আসামি পক্ষের ১ জন ডিফেন্স সাক্ষীর পাঠ করেছেন। পরে রায়ের অংশ পাঠ শুরু করেছেন। রায়ের মধ্যে প্রসিকিউশনের আনা ১ ও ৩ নম্বর অভিযোগ পাঠ শেষ করেছেন এবং ৫ নম্বর অভিযোগ। এ মামলায় রায়ের অংশ পাঠ করার পরই আপীলের মামলার মূল আর্গুমেন্ট (যুক্তিতর্ক) উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×