ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এয়ার ফ্রেশনারে বায়ু দূষণ!

প্রকাশিত: ০৫:৫৭, ৭ মে ২০১৫

এয়ার ফ্রেশনারে বায়ু দূষণ!

ঘর সুবাসিত করতে এয়ার ফ্রেশনারের জুড়ি মেলা ভার। ঘর পরিষ্কারেও বিভিন্ন সুবাসিত দ্রব্য থাকে আমাদের ব্যবহারের তালিকায়। আপাতদৃষ্টিতে এসব দ্রব্য ঘরের পরিবেশ মোহনীয় করে তুললেও এধরনের বস্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন দাবি যুক্তরাষ্ট্রের একদল গবেষকের। ড্রেক্সেল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলে ধোঁয়াশা আর ওজোন (অক্সিজেনের ঘনীভূত বিশেষ রূপ) মিলে এক ধরনের রাসায়নিক ক্রিয়া করে। ঘরের বদ্ধ বাতাসে এয়ার ফ্রেশনার এবং কোন ঘর পরিষ্কারক দ্রব্য ব্যবহার করলে সেগুলোতে থাকা লাইমোনিন নামক পদার্থটি ঘরের বাতাসের সঙ্গে মিশে ওই একই ধরনের রাসায়নিক ক্রিয়া করে। এর ফলে উৎপন্ন হয় আরেক ধরনের পদার্থ। এগুলোকে বলা হয় সেকেন্ডারি অর্গানিক এ্যারোসোল (এসওএ)। বিজ্ঞানীদের দাবি, এয়ার ফ্রেশনার এবং পরিষ্কারক দ্রব্য ব্যবহারের ফলে ক্ষণিকের জন্য ঘরে নির্মল আবহ তৈরি হলেও এসওএ দ্বারা দূষিত হয় ঘরের ভেতরের বাতাস। এর ফলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না বিজ্ঞানীরা। তাই আপাতত এসব দ্রব্য ব্যবহার করা বা না করা নিয়ে কোন অভিমত দেননি তাঁরা। তবে তাঁরা জানিয়েছেন, ঘর বদ্ধ না রেখে বাতাস চলাচলের ব্যবস্থা রাখলে এসওএর প্রভাব কিছুটা হলেও হ্রাস পাবে।
×