ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্পদ পুনর্মূল্যায়ন করেছে ন্যাশনাল পলিমার

প্রকাশিত: ০৪:৩৬, ৭ মে ২০১৫

সম্পদ পুনর্মূল্যায়ন করেছে ন্যাশনাল পলিমার

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস মাফেল হক এ্যান্ড কোম্পানি ন্যাশনাল পলিমারের সম্পদ পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির সম্পদের পরিমাণ ৬ কোটি ৭৪ লাখ ১১ হাজার টাকা থেকে বেড়ে ৫৯ কোটি ৭৩ লাখ ১২ হাজার টাকা হয়েছে। এই পুনর্মূল্যায়ন প্রতিবেদন ৩০ জুন ২০১৫ সালের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্যে, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৬ কোম্পানির লেনদেন স্পট মার্কেটে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, বিডি ফিন্যান্স, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট এবং ফিনিক্স ইন্স্যুরেন্স। সূত্র জানায়, বৃহস্পতিবার ও রবিবার এ ছয়টি কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী সোমবার। এ কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।
×