ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৮৪ ভাগ কোম্পানির দর বাড়ল

প্রকাশিত: ০৪:৩৫, ৭ মে ২০১৫

পুঁজিবাজারে ৮৪ ভাগ কোম্পানির দর বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের বড় ধরনের উম্ফলনে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে সব ধরনের সূচকই বেড়েছে প্রায় ২ শতাংশ করে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে সার্বিক লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ১১ শতাংশ। প্রধান বাজারে মোট ৮৪ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ঢাকার মতো অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচক বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক দিয়ে লেনদেন শুরুর কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছিল। দিন শেষে বুধবারে ডিএসইতে ৩৬৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি। মঙ্গলবারে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে আর সূচকের তীর নিচে নামেনি। দিন শেষে ডিএসইর সার্বিক বা প্রধান মূল্য সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এসিআই ফরমুলেশনস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, এমজেএল বিডি, ইফাদ অটোস, আরএকে সিরামিক, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং সাইফ পাওয়ারটেক। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লিগাসি ফুটওয়্যার, গোল্ডেন হার্ভেস্ট, আলহাজ টেক্সটাইল, জিকিউ বলপেন, আইসিবি, নাভানা সিএনজি, ন্যাশনাল টিউবস, বিএসআরএম লিমিটেড ও সিনো বাংলা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ঝিল বাংলা, বিডি অটোকারস, সোনারবাংলা, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, বিট্রিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড, এসিআই। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬১১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইনান্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ার টেক, এসিআই ফরমুলেশন ও বেক্সিমকো।
×