ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে ডানফোর্ডকে মনোনয়ন দিলেন ওবামা

প্রকাশিত: ০৪:৩৪, ৭ মে ২০১৫

শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে ডানফোর্ডকে মনোনয়ন দিলেন ওবামা

প্রেসিডেন্ট বারকা ওবামা মঙ্গলবার মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ডকে চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস হিসেবে মনোনীত করেছেন। সামরিক বাহিনীর এ শীর্ষ দায়িত্বের জন্য ইরাক ও আফগানিস্তানের রণাঙ্গনের অভিজ্ঞতাসম্পন্ন ডানফোর্ডকে মনোনীত করা হলো। বর্তমানে মার্কিন মেরিন কোরের কমান্ড্যান্ট ডানফোর্ড (৫৯) জেনারেল মার্টিন ডেম্পসির স্থলাভিষিক্ত হবেন। ডেম্পসি চেয়ারম্যান হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষে অক্টোবরে অবসর নেবেন। খবর এএফপির। ফ্রান্সে পার্লামেন্টে পাস হওয়া আইন নিয়ে বিতর্ক ফ্রান্সের পার্লামেন্ট গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করার বিষয়ে বিতর্কিত একটি আইন পাস করেছে। ইসলামপন্থীদের হামলা প্রতিহত করার লক্ষেই এমন আইনের অনুমোদন। সরকার বলেছে, যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে যে পরিবর্তন ঘটেছে তার জবাবদিহিতার জন্য এই আইন জরুরি হয়ে পড়েছে। এই আইনের ফলে বিচারকদের অনুমতি ছাড়াই নিরাপত্তা কর্মকর্তারা নজরদারির অনুমোদন দিতে পারবেন। প্রাথমিক তথ্যের ওপর ভর করে ইন্টারনেটের তৎপরতায়ও নজরদারি চালানো যাবে। তবে এই আইনের মাধ্যমে গণ-নজরদারি করা হবে বলে সমালোচনা করেছে দেশটির সুশীল সমাজ ও কিছু রাজনীতিবিদ। খবর বিবিসির।
×