ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৪, ৬ মে ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান র্(পূর্ব প্রকাশের পর) ৩৮. রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে? ক) মস্তিষ্ক খ) আইরিস গ) অপটিক নার্ভ ঘ) রেটিনা ৩৯. মাছ কোন কাজে ফুলকা ব্যবহার করে? ক) রক্ত সঞ্চালনে খ) শ্বাসকার্য সম্পাদনে গ) সাঁতার কাটতে ঘ) খাদ্য পরিপাকে ৪০. চোখের লেন্সের গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয়? ক) বিষম দৃষ্টি খ) হ্রস্ব দৃষ্টি গ) দূর দৃষ্টি ঘ) বার্ধক্য দৃষ্টি ৪১. ফাস্ট ফুড কোনটি অধিক পরিমাণে থাকে? ক) স্নেহ পদার্থ খ) রাসায়নিক পদার্থ গ) খনিজ লবণ ঘ) ভিটামিন ৪২. ডারউইন কোন শহরে জন্মগ্রহণ করেন? ক) লন্ডন খ) ভাকোটা গ) লস এঞ্জেলস ঘ) স্রাসবেরি ৪৩. পানির পাইপ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি? ক) পলিথিন খ) পলিপ্রপিন গ) পিভিসি ঘ) টেফলন ৪৪. পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া- র. পরিস্রাবণ রর. ক্লোরিনেশন ররর. পাতন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে- র. মিষ্টি আলু রর. গরুর মাংস ররর. গাজর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. এসিডিটির জন্য- র. দায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ রর. অধিক পেঁপে খাওয়া উচিত ররর. লেটুসপাতা খাওয়া উচিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবনের রং? ক) নীল খ) লাল গ) হলুদ ঘ) গোলাপি
×