ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

প্রকাশিত: ০৬:৩৯, ৬ মে ২০১৫

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

সুধীর বরণ মাঝি,শিক্ষক ডক্টর মালিকা কলেজ,৭/এ, ধানমন্ডি, ঢাকা ........................................................... বহুনির্বাচনী-৩৫ ১। কোনটির আক্রমনে এইডস রোগ হয় ? (ক) ছত্রাক (খ) ব্যাকটিরিয়া (গ) ভাইরাস (ঘ) এন্টাবিমা। ২। ক্যান্সার কি ? (ক) দেহকোষের অস্বাভাবিক বৃদ্ধি (খ) ছত্রাকের আক্রমন (গ) দেহ কোষের ক্ষয় (ঘ) জীবানুর আক্রমন। ৩। কত দিন বয়স পর্যন্ত শিশুকে নব জাতক বলা হয় ? (ক) ২৫ দিন (খ) ২৬ দিন (গ) ২৭ দিন (ঘ) ২৮ দিন। ৪। নৈতিক চারিত্র গঠনের উপযুক্ত ক্ষেত্র কোনটি ? (ক) হাসপাতাল (খ) বিদ্যালয় (গ) পাঠাগার (ঘ) ক্লাব। ৫। মানসিক ভাবে অবসাদ গ্রস্থ হলেÑ (ক) প্রতিটি কাজ সুন্দর ভাবে করা যায় (খ) সিদান্ত নিতে ভুল হয় (গ) কাজের প্রতি উৎসাহ বেড়ে যায় (ঘ) মনযোগ বৃদ্ধি পায়। ৬। মাদকাসক্তি বিস্তারের কারণ কি - (র) জীবনের প্রতি হতাশা (রর) মাদকের সহজ লভ্যতা (ররর) মাদকের প্রতি কৌতুহল নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৭। প্রথম কত সালে এইডস সনাক্ত হয় - (ক) ১৯৮১ (খ) ১৯৮২ (গ) ১৯৮৩ (ঘ) ১৯৮৪ সালে। ৮। বয়স সন্ধি কালে শারীরিক কি পরিবর্তন ঘটে ? (ক) স্বাধীন ভাবে চলতে ইচ্ছে হয় (খ) জানার কৌতুহল বাড়ে (গ) উচ্চতা ও ওজন বাড়ে (ঘ) পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে। ৯। ব্যায়ামের সময় হার্ট বিট - (ক) হ্রাস পায় (খ) বৃদ্ধি পায় (গ) অপরিবর্তন থাকে (ঘ) কোনটিই নয়। ১০। কোন অলিম্পিকে মহিলা হ্যান্ডবল অর্ন্তভুক্ত করা হয় ? (ক) ১৯০৮ সালের এ্যাথেন্স (খ) ১৯৩৬ সালের বার্লিন (গ) ১৯৭২ সালের মিউনিখ (ঘ) ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে। ১১। হ্যান্ডবল খেলার সময় কত ? (ক) ৪০ মিনিট (খ) ৩০ মিনিট (গ) ৫০ মিনিট (ঘ) ৬০ মিনিট। ১২। মাংস পেশীতে ল্যাকটিক এসিড সৃষ্টি হলে - (ক) আসক্তি (খ) তৃপ্তি (গ) আনন্দ (ঘ) কৌতুহল জাগে। ১৩। শারীরিক শিক্ষা ও সাধারণ শিক্ষা একে অপরের - (ক) অন্তরায় (খ) পরিপূরক (গ) সমসাময়িক (ঘ) প্রতিদ্ধন্ধি। ১৪। শারীরিক ও মানসিক অবসাদ দূর করার উপায়Ñ (র) পুষ্টিকর খাদ্য গ্রহণ (রর) পরিমিত বিশ্রাম ও ঘুম (ররর) ভ্রমন নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রনালয়ের মধ্যে খেলাধুলার উন্নয়নে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় - (ক) ২০০১ সালে (খ) ২০০২ সালে (গ) ২০০৩ সালে (ঘ) ২০০৪সালে। ১৬। খেলাধুলা করলে - (ক) শরীর ও মন সতেজ থাকে (খ) হাত পা ব্যাথা হয় (গ) ঘুম আসে (ঘ) সব কটি। ১৭। আন্তঃ স্কুল ক্রীড়া বলতে বুঝায় ? (ক) শরীর সম্বন্ধীয় খেলা (খ) অন্য বিদ্যালয়ের সাথে খেলা (গ) শুধু মেয়েদের মধ্যে খেলা (ঘ) নিজ বিদ্যালয়ের মধ্যে খেলা। ১৮। শারীরিক শিক্ষার লক্ষ্য কি? (ক) শিশু বেঁচে থাকার জন্য সুস্থভাবে গড়ে তোলা (খ) ভালো নম্বর পাওয়া (গ) সাধারণ শিক্ষা সম্পর্কে ধারনা দেওয়া (ঘ) শারীরিক শিক্ষার প্রতি আগ্রহ করা। ১৯। ফেনসিডিল এক প্রকার ? (ক) ঔষুধ (খ) মাদক (গ) খাদ্য দ্রব্য (ঘ) একটি বই। ২০। বয়:সন্ধি কালে পরিবর্তন কয় প্রকার ? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার । ২১। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় - (ক) ১৯৩২ সালে (খ) ১৯৩১ সালে (গ) ১৯৩০ সালে (ঘ) ১৯৩৩ সালে। ২২। একটি আদর্শ ফুটবলের ওজন - (ক) ১৪-১৭ আউন্স (খ) ১৪-১৬ আউন্স (গ) ১৬-১৮ আউন্স (ঘ) ১৬-২০ আউন্স। ২৩।ক্রিকেটের জন্ম কোন দেশে ? (ক) ভারত (খ) পাকিস্তান (গ) ইংল্যান্ড (ঘ) দক্ষিন আফ্রিকা। ২৪। ক্রিকেটে আউট কয় প্রকার? (ক) ১০ প্রকার (খ) ৯ প্রকার (গ) ১১ প্রকার (ঘ) ৮ প্রকার। ২৫। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ? (ক) ২১ গজ (খ) ২৩ গজ (গ) ২৮ গজ (ঘ) ২২ গজ। ২৬। হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য-প্রস্ত কত?
×