ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ মাসে রেমিটেন্সের প্রবৃদ্ধি ৭ শতাংশ

প্রকাশিত: ০৬:৩৫, ৬ মে ২০১৫

১০ মাসে রেমিটেন্সের প্রবৃদ্ধি ৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক চার শতাংশ। আর গত বছরের একই মাসের তুলনায় এপ্রিলে রেমিটেন্স বাড়লেও আগের মাস মার্চের তুলনায় গত মাসে তা কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে এক হাজার ২৫৫ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল এক হাজার ১৭২ কোটি ৫৭ লাখ ডলার। একক মাস হিসেবে গত এপ্রিলে দেশে ১২৯ কোটি ৩৭ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে। আগের মাস মার্চে এ পরিমাণ ছিল ১৩৩ কোটি ২৪ লাখ ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় চার কোটি ৪৬ লাখ ডলার বা তিন দশমিক ৩৩ শতাংশ কম রেমিটেন্স এসেছে। আর আগের বছরের এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১২৩ কোটি পাঁচ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের এপ্রিলে আগের বছরের এপ্রিলের তুলনায় ছয় কোটি ৩২ লাখ ডলার বা পাঁচ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
×