ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তামিমকে ভয় পাকিস্তানের

প্রকাশিত: ০৬:১৮, ৬ মে ২০১৫

তামিমকে ভয় পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বাংলাদেশ সফরে দুঃসহ যন্ত্রণা সঙ্গী হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। এখন পর্যন্ত শুধু পরাজয়টাই জুটেছে ললাটে। একমাত্র সাফল্য খুলনা টেস্ট ড্র। সফরের শেষ ম্যাচে আজ দ্বিতীয় টেস্টে নামার আগে তাই নিজেদের নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করেছে তারা। খুলনা টেস্টে দলের বোলাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। সেটা কাটিয়ে এবার মিরপুর টেস্টে নিজেদের বোলিং নৈপুণ্যে উন্নতি ঘটাতে চান পাক অধিনায়ক মিসবাহ-উল-হক। এর পাশাপাশি দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশী ওপেনার তামিম ইকবালকে ঠেকানোর জন্য বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানালেন তিনি। তবে মিরপুরে ফলাফল বের করতে উদগ্রীব মিসবাহ জানালেন সমানে-সমান লড়াই হবে আবারও। খুলনায় উভয় দলের বোলাররা ব্যর্থ হয়েছেন। মিরপুরে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চান মিসবাহ। তিনি বলেন, ‘ফ্ল্যাট পিচ থাকার পরেও তারা দারুণ একটি উদ্বোধনী জুটি গড়েছিল এতে কোন সন্দেহ নেই। তবে আমাদের সামনে তাকাতে হবে। তামিম খুব ভাল ফর্মে আছে এবং তাকে আমাদের থামাতে হবে। সে জন্য আমাদের বোলিংয়ে অনেক উন্নতি করতে হবে।’ তামিম ২০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাওয়া ম্যাচটাকে নিষ্পত্তিহীন করার পেছনে বড় ভূমিকা পালন করেছিলেন। সে কারণেই এবার তাকে ঠেকাতে বিশেষ পরিকল্পনার কথা বলেছেন মিসবাহ। তিনি বলেন, ‘তার জন্য আমাদের একটা পরিকল্পনা অবশ্যই ছিল এবং আমরা তাকে পরিশ্রান্ত করতেও পেরেছিলাম। কিন্তু তিনি ফর্মের তুঙ্গে আছেন এবং সবকিছুই ভালভাবে সামাল দিয়েছিলেন। এবার তার বিরুদ্ধে আমরা নতুন কৌশল প্রয়োগ করব। দেখি সেটা কতটা কাজে লাগানো সম্ভব হয়।’ ঢাকায় অধিকাংশ টেস্টেই ফলাফল হয়েছে। খুলনার চেয়ে এখানকার উইকেটের ধরনেও যথেষ্ট পরিবর্তন রয়েছে। এ বিষয়ে মিসবাহ বলেন, ‘খুলনার চেয়ে ঢাকার পিচ ভিন্ন। ব্যাটিংয়ের জন্য ভাল। কিন্তু বোলারদের উপহার দেয়ার মতো অনেক কিছুই আছে এখানে। তাই আমি আশা করছি এখানে একটা ফলাফল বের করে আনা সম্ভব হবে।’ মিসবাহ বাহিনীর শেষ সুযোগ এ সফরে দলের জন্য ভাল কিছু আনার। এ বিষয়ে মিসবাহ বলেন, ‘কিসের চাপ? আন্তর্জাতিক ক্রিকেটে কোন দলই চাপের বাইরে থাকে না। এটা কোন বিষয় নয় যে আমরা কি পরিস্থিতিতে আছি কিংবা কি ধরনের চাপ রয়েছে। এটার সঙ্গে আমাদের মানিয়ে উঠতে হবে। যা ঘটছে কিংবা সম্প্রতি যে ফলাফল হয়েছে সেটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করলে চলবে না। আমাদের মনোযোগী হতে হবে নিজেদের সেরা ক্রিকেট উপহার দেয়ার প্রতি।’ প্রথম টেস্ট ড্র হয়ে যাওয়ার পর মিসবাহ মিরপুরে কোন দলকেই এগিয়ে রাখছেন না। তিনি মনে করেন সমান সুযোগ রয়েছে উভয় দলের। এ বিষয়ে পাক অধিনায়ক বলেন, ‘এখন পর্যন্ত কেউ ফেবারিট না এ সিরিজে। উভয় দলই সমান। যে দল জিততে চাইবে তাদের অবশ্যই নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে নির্দিষ্ট দিনগুলোতে সেরা খেলা উপহার দেয়ার জন্য।’
×