ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘প্রিন্সেস শার্লট’ নামকে অভিনন্দন ব্রিটিশ সংবাদ মাধ্যমের

প্রকাশিত: ০৪:০৪, ৬ মে ২০১৫

‘প্রিন্সেস শার্লট’ নামকে অভিনন্দন ব্রিটিশ সংবাদ মাধ্যমের

সবধরনের জল্পনা-কল্পনার অবসান করে প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতির কন্যাশিশুটির নাম ঘোষণা হলো শার্লট এলিজাবেথ ডায়না। তাকে প্রিন্সেস শার্লট নামে ডাকা হবে। আর নামটিকে স্বাগত জানিয়েছে দেশটির পত্র-পত্রিকা। ব্রিটিশ রাজপরিবারে জন্ম নেয়া কন্যাশিশুটির নাম কি হবে তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। নাম ঘোষণার পর মঙ্গলবার দ্য টাইমস পত্রিকা একে স্বাগত জানিয়ে বলেছে, শার্লট এলিজাবেথ ডায়না: এমন একটি নাম যা দিয়ে উইলিয়ামের জীবনের নারীটিকে সম্মানিত করা হলো। সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়ামের পিতা প্রিন্স চার্লসের স্ত্রীবাচক হলো শার্লট। শিশুটির নামের মাঝের অংশ এলিজাবেথ। তিনি উইলিয়ামের দাদী ও ব্রিটিশ রাজসিংহাসনের বর্তমান রাণী। তবে জনমানুষের সবচেয়ে বেশি আগ্রহ শিশুটির নামের শেষাংশকে ঘিরে। ডায়না উইলিয়ামের মায়ের নাম। তিনি ১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। ডেইলি মেইলের প্রথম পাতায় ছোট্ট প্রিন্সেস ও ডায়নার ছবি ছাপিয়ে বলা হয়েছে, ‘মায়ের জন্যে, যাকে তিনি হারিয়েছেন’। ডেইলি টেলিগ্রাফ একে ‘যথাযথ শ্রদ্ধা’ বলে উল্লেখ করেছে। -এএফপি
×