ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

একাধিক নাটক নির্মাণে মিনহাজুল ইসলাম অভি

প্রকাশিত: ০৭:১৪, ৫ মে ২০১৫

একাধিক নাটক নির্মাণে মিনহাজুল ইসলাম অভি

স্টাফ রিপোর্টার ॥ দক্ষতা ও ব্যতিক্রমী নির্মাণশৈলীর সুবাদে সাম্প্রতিক সময়ে শোবিজ মিডিয়ায় ব্যস্ত ও চাহিদাসম্পন্ন নির্মাতাদের কাতারে শামিল হয়েছেন তরুণ নির্মাতা মিনহাজুল ইসলাম অভি। দেশের প্রায় সব ক’টি চ্যানেলেই নিয়মিতভাবে প্রচার হচ্ছে অভি নির্মিত একাধিক খ- নাটক ও টেলিফিল্ম। চলতি মে মাসের ৩০ তারিখ রাত নয়টায় এনটিভিতে প্রচার হবে অভি পরিচালিত বিশেষ নাটক ‘কাঠ গোলাপের শূন্যতা’। নাটকের প্রধান দুটি চরিত্রে আভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও ঈশানা। এছাড়া আরও প্রচারের অপেক্ষায় শফিকুর রহমান শান্তনু রচিত অভির নাটক ‘বুকের কাছে জল’। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন রেজাউর রহমান রিজভী রচিত ঈদের ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘শেষ অধ্যায়’ এর নির্মাণে। চলতি মাসের মাঝামাঝি সময়ে দুটি টেলিফিল্ম নির্মাণের জন্য শ্রীমঙ্গল যাচ্ছেন এই নির্মাতা। আর দুটি টেলিফিল্মে অভিনয় শিল্পী হিসেবে রয়েছেন সজল, ঈশানা, সাব্বির আহমেদ, দোলন দে, মাহমুদুল ইসলাম মিঠু, ঝুনা চৌধুরী, শামীম ভিস্তি, ইসমত আরা লেমন, রোজ, এলিজা, প্রিয়তী প্রমুখ। নিজের ব্যস্ততা প্রসঙ্গে অভি বলেন, চলচ্চিত্র নির্মাণই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই নাটক নির্মাণের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছি। চলচ্চিত্রের স্বপ্নের ভুবনে অতিসত্বরই অভিষেক হবে বলেও জানান তিনি। নির্মাণের ক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে প্রাধান্য দেন অভি। গতানুগতিক অনেক কাজের চেয়ে নান্দনিক গুণাবলীসম্পন্ন মনে রাখার মতো কাজ করতেই অভ্যস্ত এই নির্মাতা।
×