ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাণ্ডা পানীয় বাড়ায়...

প্রকাশিত: ০৬:৪৫, ৫ মে ২০১৫

ঠাণ্ডা পানীয় বাড়ায়...

ঠাণ্ডা পানীয় বাড়িয়ে দেয় টাইট টু ডায়বেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এতে সাময়িক এনার্জির মাত্রা বৃদ্ধি পায় ৫ শতাংশ। টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে প্রায় ১৮ শতাংশ। ৪০ থেকে ৭৯ বছর বয়সী ২৫,০০০ জন মানুষের ওপর এই গবেষণা চালায় এপিক-নরফোক এবং এটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ডায়বেটোলজিয়াতে। - জি নিউজ ঘুমের প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় সিউলের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে সহপাঠীদের উদ্বেগ কমাতে ঘুমের প্রতিযোগিতার আয়োজন করে। এজন্য তাদেরকে কম্বল, বালিশ ও চোখের মাস্কও দেয়া হয়। তাদেরকে ঘুমাতে পাঁচ মিনিট সময় দেয়া হয়। এর উদ্দেশ্য ছিল পরীক্ষার পর মন ও শরীর শান্ত করতে পরীক্ষার্থীরা যাতে ক্লাবে না গিয়ে ঘুমায়। বিজয়ীদের চকোলেট, এনার্জি ড্রিঙ্কস এবং অল্প কিছু নগদ অর্থ দেয়া হয়। তবে তৃতীয় স্থান দখলকারী পেয়েছে সবচেয়ে উপযুক্ত পুরস্কার-বালিশ। - বিবিসি
×