ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্র করেও টেস্ট র‌্যাঙ্কিং বাড়ল পাকিস্তানের

প্রকাশিত: ০৬:২৪, ৫ মে ২০১৫

ড্র করেও টেস্ট র‌্যাঙ্কিং বাড়ল পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার ॥ খুলনা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছে পাকিস্তান। এরপরও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের র‌্যাঙ্কিং বেড়েছে। এখন পাকিস্তান ৪ থেকে ৩ নম্বরে উঠে গেছে। ইংল্যান্ড চলে গেছে ৩ থেকে ৪ নম্বরে। বাংলাদেশ ৯ম স্থানেই আছে। আসলে ব্রিজটাউনে হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টে ইংল্যান্ডের হারার কারণেই পাকিস্তান উঠে আসছে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে। বাংলাদেশ ৩২ রেটিং পয়েন্ট নিয়ে আছে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। এক নম্বর স্থানে ১২৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা, ১১৮ পয়েন্ট নিয়ে পরের স্থানে অস্ট্রেলিয়া, ১০৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান, ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড, ৯৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড, ৯৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা, ৯৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ভারত, ৭৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ, ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ ও ১৮ পয়েন্ট নিয়ে সবার নিচে দশম স্থানে আছে জিম্বাবুইয়ে। টেস্ট র‌্যাঙ্কিং বাড়লেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ‘বাংলাওয়াশ’ হওয়ায় পাকিস্তানের র‌্যাঙ্কিং কিন্তু ঠিকই কমেছে। এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর স্থানটিতে আছে পাকিস্তান। এক ধাপ ওপরে আছে বাংলাদেশ। খুলনা টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের যখন ভাল সময় গেছে, আর বাংলাদেশের খারাপ সময়; এমন মুহূর্তে পাকিস্তান এ দুুঃসংবাদটি শুনেছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ নম্বরে উঠে গেছে, বাংলাদেশের আগের ৯ নম্বর স্থানটিতে এখন বসবাস পাকিস্তানের। তবে বাংলাদেশের জন্য এটি দুর্দান্ত সংবাদই। ওয়ানডেতে পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করাতেই প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে গেল বাংলাদেশ অথচ যখন পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করেছিল বাংলাদেশ, তখন র‌্যাঙ্কিং বাড়েনি, বেড়েছিল রেটিং পয়েন্ট। এমনই জানা গিয়েছিল। কিন্তু খুলনা টেস্টের তৃতীয় দিনে দেখা গেল বাংলাদেশ শুধু রেটিংয়ে নয়, র‌্যাঙ্কিংয়েও পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে। বাংলাদেশ ৮৮ রেটিং নিয়ে ৮ নম্বরে আর পাকিস্তান ৮৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে। আইসিসি মেইলবার্তায় এমনটিই জানিয়েছিল। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে আর দ্বিতীয়টিতে ৭ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার দল। তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তাতেই বাজিমাত করা যায়। আর হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডেতে পাকিস্তানের বারোটা বাজে। র‌্যাঙ্কিংয়ে ১২ দলের মধ্যে প্রথমে আছে অস্ট্রেলিয়া (১২৯ রেটিং), দ্বিতীয় স্থানে আছে ভারত (১১৭ রেটিং), তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (১১৬ রেটিং), চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (১১২ রেটিং), পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা (১০৬ রেটিং), ষষ্ঠ স্থানে আছে ইংল্যান্ড (৯৪ রেটিং), সপ্তম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ (৮৮ রেটিং), অষ্টম স্থানে আছে বাংলাদেশ (৮৮ রেটিং), নবম স্থানে আছে পাকিস্তান (৮৭ রেটিং), দশম স্থানে আছে আয়ারল্যান্ড (৫০ রেটিং), এগারোতম স্থানে আছে জিম্বাবুইয়ে (৪৫ রেটিং), দ্বাদশ স্থানে আছে আফগানিস্তান (৪১ রেটিং)। যখন টেস্ট র‌্যাঙ্কিং ঘোষণা করল আইসিসি, তখন অবশ্য পাকিস্তানের উন্নতির বার্তাই এসেছে। সেখানে বাংলাদেশের র‌্যাঙ্কিং নবমেই আছে।
×