ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী হত্যা মামলায় ময়মনসিংহে চার জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ৫ মে ২০১৫

ব্যবসায়ী হত্যা মামলায় ময়মনসিংহে চার জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ তারাকান্দা থানার মধুপুর বাজারে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক হত্যা মামলার রায়ে বিচারক ৪ আসামির প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছেন। ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির সোমবার এক রায়ে এই আদেশ দেন। ফাঁসির দণ্ড প্রাপ্তরা হচ্ছে ময়মনসিংহের তারাকান্দা থানার মধুপুর গ্রামের আব্দুল মন্নাছের পুত্র মীর জাহান, মোহাম্মদ আলীর পুত্র এমদাদুল হক ওরফে এনদা, আব্দুল হাইয়ের পুত্র আনিসুর রহমান ও চান মিয়ার পুত্র জিয়ারুল হক। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর তারাকান্দা থানার মধুপুর বাজারে ডাকাতির সময় ডাকাত দলের হামলায় মারা যান ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট রেজাউল করিম খান দুলাল ও আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট শাহ নুরুল আলম।
×