ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুখোমুখি প্রতিমন্ত্রী সাংসদ

প্রকাশিত: ০৫:৫২, ৫ মে ২০১৫

মুখোমুখি প্রতিমন্ত্রী সাংসদ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৪ মে ॥ নির্মিতব্য সরকারী বিদ্যুত কেন্দ্রে পাথর সরবরাহকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় এক প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্য মুখোমুখি অবস্থানে চলে গেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নিজ থানায় পৃথক দু’টি পাল্টাপাল্টি চাঁদাবাজি মামলা রেকর্ড হয়েছে। তার মধ্যে একটির বাদী সংসদ সদস্যের ছোট ভাই ও অপরটির বাদী প্রতিমন্ত্রীর অনুসারী। উপজেলার শিকলবাহা এলাকায় নির্মিতব্য ২২৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রে ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিমন্ত্রী ও এমপির অনুসারীদের মধ্যে গত দুই দিন ধরে উত্তেজনা চলছে। বর্তমানে ঘটনাস্থলে কর্ণফুলী থানা ও পটিয়া থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়নে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সরকারীভাবে ২২৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের কাজ চলছে। ২২৫ মেগাওয়াট বিদ্যুত প্রকল্পের সাব-ঠিকাদার হিসেবে কাজ করছে মেসার্স এএইচ এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানটি শ্রমিক ছাড়াও প্রতিদিন ইট, বালি, পাথর, সিলেটের বালি সরবরাহ করে আসছিল। তাদের এই সিন্ডিকেটে রয়েছে প্রতিমন্ত্রীর অনুসারী ও কর্ণফুলী থানা আওয়ামী লীগ নেতাসহ কিছু ব্যক্তি। ঠিকাদারি প্রতিষ্ঠানের বাইরে গিয়ে সংসদ সদস্যের ছোট ভাই পটিয়া উপজেলার যুবলীগ নেতাসহ কয়েকজন বিদ্যুত কেন্দ্রে জোরপূর্বক পাথর সরবরাহ করতে যায়। এই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। রাতে সংসদ সদস্যের ভাইকে এক নম্বর আসামী করে কর্ণফুলী থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়।
×