ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৩, ৫ মে ২০১৫

নেপালে ১০ হাজার মেট্রিক টন চাল পাঠাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের দুর্গত মানুষের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও বিশুদ্ধ পানি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেপালে এই ত্রাণ পাঠানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, নেপালের দুর্গত মানুষের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানোর জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। নির্দেশ পাওয়ার পর সোমবারই ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে প্রেস সচিব বালেন, সড়ক ও আকাশ পথে এসব ত্রাণ নেপালে পৌঁছানো হবে। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। দুর্গতদের জন্য জরুরী ওষুধ, তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনো খাবার, কম্বলসহ ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরদিনই কাঠমান্ডু পৌঁছায়।
×