ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৯ দিনে ৫৭ তলা

প্রকাশিত: ০৫:৩৬, ৫ মে ২০১৫

১৯ দিনে ৫৭ তলা

চীনের একটি নির্মাতা প্রতিষ্ঠান ১৯ কার্যদিবসে ৫৭ তলা ভবন নির্মাণ করে বিশ্বের তাবত ভবন নির্মাণকারীদের তাক লাগিয়ে দিয়েছে। মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশায় মিনি স্কাই সিটি নামের ওই ভবন মূলত কাঁচ ও ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। এর নির্মাতা ব্রড সাস্টেইনেবল বিল্ডিং নামের একটি কনস্ট্রাকশন ফার্ম। ফার্মটির পরবর্তী উচ্চাভিলাষী পরিকল্পনা হলো ৩ মাসে ২২০ তলার কাজ শেষ করা। বর্তমান প্রকল্প মিনি স্কাই সিটির আকৃতি আয়তকার। এ ভবনের রয়েছে ১৯ ফাঁকা হল (আট্রিয়াম), ৮শ’ এ্যাপার্টমেন্ট ও ৪ হাজার মানুষ কাজ করতে পারে এরকম অফিস স্পেস। একদিনে ৩ তলা করে ১৯ দিনে (কার্য দিবসে) ৫৭ তলা তৈরি হয়েছে। ফার্মটির ইঞ্জিনিয়ার চ্যান জিয়াংকিয়াং বলেছেন, ‘আকাশচুম্বি ভবন নির্মাণের প্রথাগত পদ্ধতিটি হলো ইটের পর ইট গেঁথে ওপরের দিকে ওঠা। কিন্তু আমরা এখানে একটি ব্লকের পর আরেকটি ব্লক সাজিয়ে কাজটি করেছি।’ পদ্ধতিটি মড্যুলার মেথড নামে পরিচিত। খারাপ আবহাওয়ার জন্য এর নির্মাণ কাজে কিছু সমস্য্য হয়েছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বহুতল ভবন তৈরিতে পদ্ধতিটি ব্যবহৃত হয়ে থাকে। এর প্রথম ২০টি তলা তৈরি হয়েছিল গত বছর। এ বছর জানুয়ারির ৩১ তারিখ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের তৈরি হয়েছে বাকি ৩৭টি তলা। চলতি মাস থেকে এর এ্যাপার্টমেন্ট বিক্রি শুরু হচ্ছে। সূত্র- গার্ডিয়ান অনলাইন।
×