ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় পতিতাবৃত্তি করানোর অভিযোগে দুই নারীর কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০০, ৪ মে ২০১৫

ফতুল্লায় পতিতাবৃত্তি করানোর অভিযোগে দুই নারীর  কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ মে ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় জোর করে পতিতাবৃত্তি করানোর অভিযোগে দুই নারী তাসলিমাকে ৬ মাসের ও ঝুমু বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়ায় এক হিজড়াকে এক হাজার টাকা অর্থদ- করা হয়। জানা গেছে, ১৪ বছরের এক কিশোরীকে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে বাড়িতে আটকে পতিতাবৃত্তিতে বাধ্য করে সস্তাপুর এলাকার বাসিন্দা তাসলিমা। পরে তাসলিমার কাছ থেকে ঝুমু বেগম নামের অপর এক নারী ভাল বেতনে গার্মেন্টসে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার বাসায় নিয়ে আসেন। ঝুমুও তার বাসায় কিশোরীকে আটক রেখে জোর করে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে পাঠিয়ে পতিতাবৃত্তি করায়। রবিবার ভোরে ঝুমুর বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা কিশোরীকে উদ্ধার ও ঝুমুকে আটক করে। ঝুমুরের দেয়া তথ্য মতে তাসলিমাকেও জনতা আটক করে। পরে বিষয়টি ইউএনওকে জানালে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়ার অভিযোগে শাকিলা নামের এক হিজড়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
×