ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ছয়

প্রকাশিত: ০৫:৫৯, ৪ মে ২০১৫

সড়ক দুর্ঘটনায় আওয়ামী  লীগ নেতাসহ  নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা-মাওয়া সড়কে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী, ঢাকা-টাঙ্গাইল সড়কে ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা ও বাউফলে বাস-টেম্পো সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকালে শ্রীনগর উপজেলার সমষপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওমর ফারুক (২৪), সিফাত (২২), সায়মন (২৩)। নিহতরা উপজেলার কবুতর খোলা গ্রামের বাসিন্দা। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারুটিয়া এলাকায় ট্রাক চাপায় আমজাদ হোসেন মাস্টার (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ওই নেতার বাড়ি সখীপুর উপজেলার বোয়ালী এলাকায়। তিনি সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালী চাষী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বাউফল ॥ বাউফলে বাস ও টেম্পোর সংঘর্ষে মোসলেম খান (৫৭) ও শাহ আলম সিকদার (৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। রবিবার সকাল সারে ৮টার দিকে বাউফল-বগা ডিসি সড়কের বগা ডাঃ ইয়াকুব শরীফ কলেজের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত দুই ব্যাক্তির বাড়ি বগা ইউপির কৌ-খালি গ্রামে।
×