ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে অবাধে চলছে পরিত্যক্ত সিলিন্ডারে গ্যাস বিক্রি

প্রকাশিত: ০৫:৫৭, ৪ মে ২০১৫

চট্টগ্রামে অবাধে চলছে পরিত্যক্ত সিলিন্ডারে গ্যাস বিক্রি

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সিএনজি ফিলিং স্টেশনগুলো বিক্রয় নীতিমালা মানছে না। ফলে অবাধে ও অবৈধভাবে সিলিন্ডার ভর্তি করে গ্যাস বিক্রি করা হচ্ছে। আইনের তোয়াক্কা না করে ফিলিং স্টেশনের মালিকরা অবৈধ ব্যবসায় নেমেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর একশ্রেণীর অসাধু কর্মকর্তা অবৈধভাবে ফিলিং স্টেশনের সঙ্গে আঁতাত করে খোলা সিলিন্ডারে গ্যাস বিক্রিতে সহায়তা করছে। বিস্ফোরক অধিদফতরের ধারণা অনুযায়ী যে কোন মুহূর্তে জ্বালানি হিসেবে ব্যবহৃত এ ধরনের সিলিন্ডার বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বিস্ফোরিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে শতভাগ। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল কেজিডিসিএলের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালায়। অভিযোগ পাওয়া গেছে, শুধু নগরীই নয়, নগরীর বাইরে উপজেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোতে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে খোলা সিলিন্ডারে গ্যাস। আবাসিক গৃহে ও হোটেল রেস্তরাঁয় এসব গ্যাস ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা এভাবে গ্যাস ব্যবহারে পরামর্শও দিচ্ছে বলে এক হোটেল মালিকের পক্ষ থেকে জানা গেছে। কমদামে গৃহস্থালিতে এসব গ্যাস ব্যবহার হচ্ছে।
×