ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যশোর হাসপাতাল

দ্বিতীয় দফায় প্রাপ্ত সি-আর্ম মেশিনও অকেজো হওয়ার পথে

প্রকাশিত: ০৫:৫৭, ৪ মে ২০১৫

দ্বিতীয় দফায় প্রাপ্ত সি-আর্ম মেশিনও অকেজো  হওয়ার পথে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেনারেল হাসপাতালে ৫৬ লাখ টাকা মূল্যের একটি সি-আর্ম মেশিন অকেজো হওয়ার পর বরাদ্দ পাওয়া আরেকটি মেশিনও নষ্ট হতে চলেছে। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সি-আর্ম চালু না থাকায় সরকারী এ হাসপাতালে হাড়ের অনেক জটিল অপারেশনের সুবিধা পাচ্ছেন না রোগীরা। জানা গেছে, ২০০৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যশোর জেনারেল হাসপাতালে একটি সি-আর্ম মেশিন দেয়া হয়। যার মূল্য ৫৬ লাখ টাকা। টেবিলের অভাবে দীর্ঘদিনেও চালু না হওয়ায় সেটি অকেজো হয়ে যায়। পরে যশোরসহ পাশের ৪/৫ জেলার মানুষের উন্নত সেবার স্বার্থে ২০১৩ সালের ডিসেম্বর মাসে এ হাসপাতালে আরও একটি সি-আর্ম মেশিন দেয়া হয়। সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক দেনদরবার করে এ মেশিনটি আনতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এ মেশিনটির নিয়মিত ব্যবহার না থাকায় সেটিও নষ্ট হওয়ার পথে বলে জানা গেছে। সূত্র জানায়, এখানে সি-আর্ম মেশিনের কার্যক্রম চালু রাখলে হাড়ের জটিল রোগের অপারেশন করতে রোগীদের ঢাকা বা বেসরকারী চিকিৎসা কেন্দ্রে যেতে হবে না। অভিযোগ উঠেছে, অর্থোপেডিক বিভাগের কতিপয় চিকিৎসক নিজেদের বাণিজ্য ধরে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে ম্যানেজ করে কৌশলে সি-আর্ম মেশিনটি চালু করছে না। অযতেœ ফেলে রাখার কারণে মেশিনটি যে কোন মুহূর্তে অকেজো হয়ে পড়তে পারে। হাসপাতালের অপারেশন থিয়েটারে গিয়ে সি-আর্ম মেশিনের কথা জিজ্ঞাসা করতেই সেখানকার ইনচার্জ সেবিকা মনিরা খাতুন বলেন, মেশিনটি চালু রয়েছে। অথচ কক্ষের ভিতরে ঢুকে দেখা গেছে এক কোণে ফেলে রাখা হয়েছে সি-আর্ম মেশিনটি।
×