ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক ক্লাব উদ্বোধন

গণতন্ত্র সচল রাখতে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মে ২০১৫

 গণতন্ত্র সচল রাখতে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয় ॥  তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারী-পুরুষ সমান তালে কাজ করতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য গণমাধ্যমসহ সর্বত্র নারীদের জন্য কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। সাংবাদিকরা আজ নানারকম ঝুঁকির মধ্যে আছেন। তারা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। তিনি বলেন, গণতন্ত্র সচল রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি। তথ্যমন্ত্রী গত ১ মে দুপুরে রাজধানীর তোপখানা রোডে সাংবাদিক ক্লাব এ্যান্ড ক্যাফে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাংবাদিক ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিউজের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মনওয়ার সুজন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের পরিচালক (প্রশাসন) মোঃ মফিজুর রহমান খান বাবু। Ñবিজ্ঞপ্তি
×