ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫০, ৪ মে ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ′বর্তমান পুঁজিবাদী সমাজব্যবস্থায় মানুষের মধ্যে ভোগবাদী প্রবণতা বেড়ে যাচ্ছে′- এখানে ′ভোগবাদী′ কথাটির তাৎপর্য কী? ক) এপিকিউরাসের বিপথগামী শিষ্যদের পাপমূলক সুখের মতবাদ খ) এপিকিউরাসের সুখভোগের মতবাদ গ) একিকিউরাসের অন্যায় উপায়ে সুখ-শান্তি উপভোগ ঘ) এপিকিউরাসের সেই মতবাদ, যার মাধ্যম ইহজীবনে সুখ আসে ২. কোন শতকের প্রেক্ষাপটে বেগম রোকেয়া নারীর সমস্যাকে তুলে ধরেছেন? ক) ঊনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়া খ) ঊনিশ শতকের গোড়া ও বিশ শতকের গ) একুশ শতকের শেষ ও বাইশ শতকের গোড়া ঘ) আঠারো শতকের শেষ ও ঊনিশ শতকের গোড়া ৩. ′ঝঁষঃধহধ′ং উৎবধস′ কার লেখা? ক) কাজী নজাংল ইসলাম খ) সুফিয়া কামাল গ) রোকেয়া সাখাওয়াত হোসেন ঘ) মাইকেল মধুসূদন দত্ত ৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সময়ের সাহিত্যিক? ক) সপ্তদশ শতাব্দীর খ) অস্টাদশ শতাব্দীর গ) উনবিংশ শতাব্দীর ঘ) বিংশ শতাব্দীর ৫. গ্রামের অবস্থা কেমন ছিল? ক) মেঘে ঢাকা খ) অন্ধকারাচ্ছন্ন গ) রৌদ্রজ্জ্বল ঘ) কুয়াশাচ্ছন্ন ৬. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের নামকরণ - ক) ঘটনাস্থল অনুগামী খ) ঘটনার প্রেক্ষাপট অনুগামী গ) ধর্মীয় অনুভূতিনির্ভর ঘ) অন্তর্নিহিত তাৎপর্যনির্ভর ৭. ‘ঘরে ফেরার দিন’ অমিয় চক্রবর্তীর কী ধরনের গ্রন্থ? ক) কাব্য খ) ভ্রমণকাহিনি গ) ছোটগল্প ঘ) উপন্যাস ৮. ′তিমিরবিদারী′ শব্দের অর্থ- ক) চন্দ্র খ) সূর্য গ) সন্ধ্যাপাতা ঘ) শুকতারা ৯. ‘চরম দুর্দিনেও সে স্ফূর্তিবাজ মানুষ’ - কে? ক) মোদাব্বের খ) কমলাকান্ত চক্রবর্তী গ) কলিমদ্দি দফাদার ঘ) তপু ১০. ′বঙ্গভাষা′ কবিতায় ব্যবহৃত ′কুললক্ষ্মী′ মুলত- ক) কবির অবচেতন মন খ) কবির আরাধ্য দেবী গ) কবির বংশের লক্ষ্মী ঘ) কবির স্বপ্নের দেবী ১১. কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি? ক) হরতাল খ) ছাড়পত্র গ) অভিযান ঘ) পূর্বাভাস ১২. চড়মাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটখট নড়ে- ক) কাঠের পুল খ) বাঁশের পুল গ) কাঠের সাঁকো ঘ) ভাঙা নাও ১৩. ঘন-সিয়া কী ক) নিবিড় কালো খ) নিবিড় অরণ্য গ) গাঢ় রক্ত ঘ) গভীর সমুদ্র ১৪. কোন মাসে নদীনালা বর্ষার জলে কানায় কানায় ভরে ওঠে? ক) বৈশাখে খ) জ্যৈষ্ঠে গ) আষাঢ়ে ঘ) ভাদ্রে ১৫. ‘বাংলাদেশ’ কবিতায় ‘চিরদিন বাংলাদেশ’ বলতে কবি কী বুঝিয়েছেন? র. বাংলার অতীত ঐতিহ্য রর. আবহমান বাংলার সৌন্দর্য ররর. অসাম্প্রদায়িক সম্প্রীতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করা যায়? ক) প্রকৃতি ও ঋতুরাজের সম্পর্ক খ) ঋতুরাজ ও মানবের সম্পর্ক গ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক ঘ) স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক
×