ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারেক রহমান লন্ডনে গোয়েন্দা নজরদারিতে ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ৪ মে ২০১৫

তারেক রহমান  লন্ডনে গোয়েন্দা  নজরদারিতে ॥  নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ মে ॥ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডনে গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রবিবার দুপুরে মাদারীপুরে আচমত আলী খান স্মৃতি ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি থেকে বাঁচতে ও যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিএনপি, জামায়াত ও তারেক রহমান এখন মরিয়া হয়ে উঠেছে।’ বিদেশী গণমাধ্যম আলজাজিরায় দেশের ভাবমূর্তি নিয়ে তারেক রহমানের কলাম লেখার মন্তব্য করে নৌমন্ত্রী বলেন, ‘চোর যখন চুরি করে ধরা পড়ে তখন বাঁচার জন্য নানা মিথ্যার আশ্রয় নেয়। খাালেদা জিয়া, জামায়াতে ইসলাম ও তারেক রহমানের যে বক্তব্য তার কোনটার ভিত্তি নেই। সিটি নির্বাচন নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল তারা তাতেও ব্যর্থ হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক বজলুর রহমান মন্টু খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খানসহ অনেকে।
×