ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গরুর প্রবেশপত্র

প্রকাশিত: ০৪:২৮, ৪ মে ২০১৫

গরুর প্রবেশপত্র

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র পেল একটি গরু। ঘটনাটি ঘটেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। প্রবেশপত্রে লেখা আছে নাম ‘কাছির গাউ’। এর অর্থ বাদামী রঙের গরু। শুধু তাই নয়, এতে একটি গরুর ছবিও দেয়া আছে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষার জন্য এই প্রবেশপত্র দেয়া হয়েছে। আগামী সপ্তাহে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কর্তৃপক্ষ বলেছে, কেউ একজন ভুল তথ্য দিয়ে এ কাজ করেছে। এজন্য তারা ‘প্রাঙ্কস্টারদের’ (যারা মিথ্যা তথ্য দিয়ে মজা করেন) দায়ী করেছে। - বিবিসি
×