ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বিমান হামলায় নিহত ৪৪ জঙ্গী

প্রকাশিত: ০৪:২৭, ৪ মে ২০১৫

পাকিস্তানে বিমান  হামলায় নিহত ৪৪ জঙ্গী

পাকিস্তানের খাইবার অঞ্চল ও উত্তর ওয়াজিরিস্তানে রবিবার বিমান হামলায় সন্দেহভাজন ৪৪ জন জঙ্গী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার অঞ্চলের তিরাহ এলাকায় ২৮ জঙ্গী এবং উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় ১৬ জন নিহত হয়। এদের মধ্যে বেশিরভাগই ছিল বিদেশী জঙ্গী। খবর এক্সপ্রেস ট্রিবিউন। খাইবার উপজাতীয় অঞ্চলে পাঁচ মাস ধরে সামরিক অভিযান চলছে। খাইবার-২ নামের এ অভিযান গত বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হয়। এতে চলমান সামরিক অভিযানে কিছু জঙ্গী পালিয়ে উত্তর ওয়াজিরিস্তান থেকে খাইবারের কৌশলগত তিরাহ উপত্যকায় আশ্রয় নেয়। ২০১৪ জুন মাসে জঙ্গীদের বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনী জার্ব-ই-আজব নামে অভিযান শুরু করে।
×