ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লোকসানে সিঙ্গার বিডি

প্রকাশিত: ০৬:৩৫, ৩ মে ২০১৫

লোকসানে সিঙ্গার বিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম প্রান্তিকে লোকসান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ। শেয়ার প্রতি কোম্পানির লোকসানের পরিমাণ হচ্ছে ১০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫) অনিরীতি আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গারের লোকসান হয়েছে ৬১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ১০ পয়সা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৭৪ পয়সা। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ১১৩.৫১ শতাংশ। লাফার্জের ইপিএস ৫০ পয়সা অর্থনৈতিক রিপোর্টার ॥ লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৫০ পয়সা আয় করেছে। গত বছর একই সময়ে কোম্পানি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ৫৪ পয়সা। এ হিসেবে আগের বছরের তুলনায় ইপিএস কমেছে ৪ পয়সা বা প্রায় ৭ শতাংশ। আলোচিত প্রান্তিকে কোম্পানি নিট মুনাফা করেছে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা। আগের বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৬২ কোটি ৭৯ লাখ টাকা।
×