ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোপায় খেলতে চান কাকা

প্রকাশিত: ০৬:২৯, ৩ মে ২০১৫

কোপায় খেলতে চান কাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সাবেক বর্ষসেরা ফুটবলার রিকার্ডো কাকা হারিয়েই গেলেন। ৩৩ বছর বয়সী এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) খেলেন অরল্যান্ডে সিটির হয়ে। গত বছর ঘরের মাঠে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হলেও জাতীয় দলের জার্সি গায়ে নামতে পারেননি। তবে হাল ছাড়েননি কাকা। বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক পরাজয়ের পর দলের কোচ হয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস ডুঙ্গা। নিজের মতো করে নতুনভাবে সাজিয়ে যাচ্ছেন তিনি দল। এখনও পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়নি তাঁর। আর সে কারণেই সুযোগ দেখছেন কাকা। তিনি এবার প্রত্যাশা করছেন লাতিন আমেরিকার বিশ্বকাপ হিসেবে পরিচিত বড় ফুটবল আসর কোপা আমেরিকায় সেলেসাওদের হয়ে খেলার। চলতি বছর ১১ জুন শুরু হবে লাতিন আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় আসর ‘কোপা আমেরিকা’। এবার চিলিতে অনুষ্ঠিতব্য এ আসরটি শেষ হবে ৪ জুলাই। ১২ দলের অংশগ্রহণ থাকবে এবারও। এ আসর সামনে রেখে আগামী মঙ্গলবার (৫ মে) দল ঘোষণা করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগেই কোপা আমেরিকায় খেলার ইচ্ছে ব্যক্ত করেছেন এক সময় মাঠ কাঁপানো ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার কাকা। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেননি। কিন্তু কাকা মনে করেন সেলেসাওদের হয়ে দারুণ কিছু করার সামর্থ্য এখনও আছে তাঁর। ফিটনেসেও কোন ঘাটতি নেই। এ বিষয়ে কাকা বলেন, ‘আমি মনে করি, এখনও ব্রাজিলের হয়ে খেলার মতো যোগ্যতা রয়েছে আমার এবং দলকে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সাহায্য করতে পারব। তবে বিষয়টি আমার হাতে নেই। কোচ ডুঙ্গা যদি মনে করেন যে আমি ব্রাজিলের জার্সিতে খেলার মতো ফিট, আমি তাহলে জার্সি গায়ে চাপানোর জন্য সম্পূর্ণই তৈরি আছি।’ ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলার কাকা গত বছর দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেলেসাও শিবিরে ছিলেন না। কাকা ফিরতে পারেন এমন গুঞ্জন জোরেশোরে শোনা গেলেও তাকে দলেই নেননি তৎকালীন ব্রাজিল কোচ লুইস ফিলিপ সোলারি। তবে ডুঙ্গা এসে যেন কাকার দিকে মুখ তুলে চেয়েছেন। গত বছর অক্টোবরে আর্জেন্টিনা ও জাপানের বিরুদ্ধে দুটি প্রীতিম্যাচে কাকাকে দলে নিয়েছিলেন বর্তমান কোচ ডুঙ্গা। ম্যাচ দুটোয় অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে সামান্য সময়ের জন্য খেলেছেন। তবে তাকে আবার সেলেসাও জার্সি গায়ে চড়ানোর সুযোগটা দেয়া হয়েছে।
×