ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব দল চেলসির মতো হতে চায় ॥ মরিনহো

প্রকাশিত: ০৬:২৮, ৩ মে ২০১৫

সব দল চেলসির মতো হতে চায় ॥ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ আগে গোল হজম করায় দুশ্চিন্তায় ছটফট করছিলেন জোশে মরিনহো। লিচেস্টার সিটির বিরুদ্ধে শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে দ্য ব্লুজ। দুর্দান্তভাবে দলের এমন প্রত্যাবর্তনে দারুণ খুশি মরিনহো। আরেকটি ম্যাচ জিতলেই চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হবে চেলসির। এ কারণে মরিনহো দলের খেলোয়াড়দের প্রশংসা করে দাবি জানিয়েছেন বিশ্বের যেকোন ক্লাবই চেলসির মতো হতে চায়। গোল হজম করার পরই যেন বদলে গেছে চেলসি। লিচেস্টারের বিরুদ্ধে দারুণ কিছু করার জন্য তাগিদ অনুভব করেছেন খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে দিদিয়ের দ্রগবা, জন টেরি এবং র‌্যামিরেসের গোলে বড় জয়ই শেষ পর্যন্ত তুলে নিয়েছে ব্লুজরা। রবিবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেই শিরোপা উৎসব করার সুযোগ হয়ে যেতে পারে। কারণ এদিন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জিততে পারলেই ২০১০ সালের পর চেলসির ঘরে ফিরবে শিরোপা। এ কারণে মরিনহো দলের নৈপুণ্যে দারুণ সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুবই দারুণ ব্যাপার যে খেলোয়াড়রা অনেক ভাল করছেন। লীগের শুরু থেকেই আমরা শীর্ষে আছি। এটা সহজ ব্যাপার নয়। যে দলটি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে তাদের বিরুদ্ধে যারা খেলছে তাদের জন্য খুবই চমৎকার বিষয়টা। এ জন্য সব ক্লাবের মধ্যেই তীব্র আকাক্সক্ষা তৈরি হয়, সবাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে দুরন্ত নৈপুণ্য প্রদর্শন করে জেতা সত্যিই বড় নিদর্শন।
×