ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইনজীবীর বক্তব্য : তারা কোন অন্যায় করেননি

বাল্টিমোরে কৃষ্ণাঙ্গের মৃত্যু নিয়ে ছ’পুলিশের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:২৫, ৩ মে ২০১৫

বাল্টিমোরে কৃষ্ণাঙ্গের মৃত্যু নিয়ে ছ’পুলিশের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পুলিশের হেফাজতে থাকাকালে কৃষ্ণাঙ্গ আমেরিকান ফ্রেডি গ্রে’র মৃত্যু ঘটানোর দায়ে প্রসিকিউটর ছয় পুলিশ অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন। এদিকে, পুলিশ অফিসারদের একজন আইনজীবী মামলা দায়েরের পর বলেছেন, তারা অন্যায় কিছু করেননি। গত মাসে ২৫ বছর বযসী ফ্রেডি গ্রে’র মৃত্যুর প্রতিবাদে শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। খবর বিবিসির। ওই আইনজীবী মাইকেল ডেভি বলেছেন, অফিসাররা ‘সব সময় যুক্তিসঙ্গতভাবে এবং তাদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ করেছেন’। বাল্টিামোরের অঙ্গ রাজ্যের প্রসিকিউটর মেরিলিন মসবি এর আগে বলেন, কৃষ্ণাঙ্গ ব্যক্তিটির মৃত্যুর ঘটনা ছিল নরহত্যা এবং তাকে গ্রেফতার করা ছিল অবৈধ। তিনি বলেছেন, ‘পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় মেরুদ-ের আঘাতজনিত কারণে গ্রে মারা গেছেন। তিনি ঘাড়ে গুরুতর চোট পান। তাকে হাতকড়া ও পায়ে শিকল পরানোর কারণেই তিনি এই আঘাত পান। তাকে সিটবেল্ট দিয়ে বেঁধে নিয়ন্ত্রিত করা হয়নিÑ আইনগতভাবে যা করার প্রয়োজন ছিল।’ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে হামলা থেকে শুরু করে সেকেন্ড ডিগ্রী মার্ডার। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মামলার ঘোষণা আসার পর বাল্টিমোরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয় এবং বিক্ষোভকারীরা আনন্দে চিৎকার করে ওঠে। বাল্টিমোরের প্রসিকিউটর সেসময় বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই হত্যাকা-ের বিচার হওয়ার স্বার্থেই সবাইকে শান্ত হতে হবে। গ্রের সৎপিতা রিচার্ড শিপলি বলেন, ‘ফ্রেডির ন্যায়বিচার লাভের ক্ষেত্রে এসব অভিযোগ আনা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের মধ্যে ৫৩ জনকে শুক্রবার আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেককে রাত ১০টা থেকে শুরু হওয়া কার্ফু ভঙ্গ করার জন্য আটক করা হয়। কার্ফু শহরে এখনও বলবৎ আছে। পুলিশ কর্মকর্তাদের আইনজীবী মাইকেল পেভি সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে অঙ্গ রাজ্য প্রসিকিউটর মিস মসবিকে ‘নিকৃষ্ট ধরনের তড়িঘড়ি সিদ্ধান্তে আসার জন্য দোষারোপ করেন। এই মামলাকে ঘিরে থাকা সকল তথ্য যথাযথ আকার দেয়া হলে দেখা যাবে পুলিশ কর্মকর্তাদের অন্যায় আচরণ না করার বিষয়টি পর্যাপ্তভাবে পরিষ্কার হয়ে গেছে।’ ডেভি জোর দিয়ে বলেন, ‘অফিসারদের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ অথবা নিষ্ক্রিয় থাকার কারণে গ্রে’র জখম হওয়ার ঘটনা ঘটেনি।’ ছয়জন পুলিশ কর্মকর্তার সকলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তারা স্বেচ্ছায় নগরীর কারাগারে উপস্থিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
×